X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ’ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ১৮:০৩আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৮:০৬

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার কিছু ‘অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ’ এর প্রস্তাব নিয়ে তার সঙ্গে বৈঠক করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (১১ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে তার খাস কামরায় বৈঠক করেন মন্ত্রী।

বৈঠক শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে আসলাম।কিছু প্রোগ্রাম ছিল, ধরেন ২ ডিসেম্বর জুডিশিয়াল কনফারেন্স হওয়ার কথা রয়েছে। সেগুলোর আলোকে ওনার মতামত নিতে এসেছিলাম। আর অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ (প্রশাসনিক পরিবর্তন) উনি করবেন। সেগুলো উনি আমাকে অবহিত করেছেন। এই দুটো বিষয়েই আলোচনা হয়েছে।’

বিচারিক আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে বসার কথা বলেছেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি, এ বিষয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘ওটা নিয়েও আলোচনা হয়েছে। তা নিয়েও আমরা বসবো।’

আলোচনার প্রক্রিয়াটা কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এন্টায়ার অ্যাপিলেট ডিভিশনের যে বিচারপতিরা আছেন, আমরা সবাই মিলে এটার বিষয়ে একটা সুরাহা করবো। আর ইনশাল্লাহ আমার মনে হয়, যেভাবে আলাপ হয়েছে, আগামী তারিখের বৈঠকের আগেই এটার সম্বন্ধে একটা সিদ্ধান্তে আসতে পারবো।’

রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে যে আলোচনা চলছিল, সেটি আলোচনায় আসবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘উই উইল শিওরলি ডিসকাস দ্যাট। দ্যাট ইজ দ্য ক্র্যাকস, সো এটা নিশ্চয়ই আলোচনা হবে এবং আমরা একটা সিদ্ধান্তে নিশ্চয়ই আসবো।’

উচ্চ আদালতে বিচারকের সংকট এবং নিয়োগ নিয়ে আইনমন্ত্রী বলেন, ‘দুটো কথা আপনাদের বলি, প্রথম কথা হচ্ছে যে, হাইকোর্ট ডিভিশনের বেশ কয়েকজন বিচারপতি রিটায়ারমেন্টে গেছেন। সেখানে বিচারপতি নিয়োগের চিন্তা-ভাবনাতো আমরা করবোই। আর আপিল বিভাগ সম্পর্কে আপনারা যেটা বলছেন, দেখেন আপনাদের বলি, আপিল বিভাগ কিন্তু তিন জনকে দিয়েও হয়েছে। তারপরও আপিল বিভাগ সম্পর্কে আমরা চিন্তা-ভাবনা করবো।’

প্রধান বিচারপতির বিষয়ে সরকারি আদেশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে  আইনমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই জানেন, ২০০৭ সালের ১  নভেম্বরে যখন বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়, তখন থেকে  প্রধান বিচারপতির ছুটি তিনি নিজেই নেন। এখন প্রধান বিচারপতি ছুটি নেওয়ার পরে এখানে তো শূন্যতা থাকতে পারে না। তাই একজনকে অস্থায়ী বিচারপতি হতে হয়। অস্থায়ী বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী। প্রধান বিচারপতি সেজন্য রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেটা আগে হয়েছে, যখন তিনি ছুটি নিয়েছেন। তাদের সকলেরই কিন্তু বাইরে যেতে হলে সরকারের আদেশ লাগে। ফলে প্রথমে ওনার ব্যক্তিগত সহকারী চিঠি লিখেছেন। তারপর আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেন সাহেব এটার একটা কাভারিং লেটার লিখে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। গতকাল (মঙ্গলবার) যখন এটা আমার কাছে এসেছে, আমি সেটা সই করে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছি। প্রধানমন্ত্রী আজকে (বুধবার) সই করেছেন। রাষ্ট্রপতি কিশোরগঞ্জে আছেন, তিনি বিকাল চারটার সময় ফিরবেন।’ তারপর তিনি (রাষ্ট্রপতি) সিদ্ধান্ত নেবেন বলেও জানান আইনমন্ত্রী।

 

/এজেডকে/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ৩০ হাজার টাকা করার প্রস্তাব
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!