X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

প্রাথমিকের জন্য ৫০ হাজার ল্যাপটপে ‘দুর্নীতি’ নিয়ে তদন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৭, ১৮:১৭আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ১৮:২৩

জাতীয় সংসদ প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫০ হাজার ল্যাপটপ আমদানিতে দুর্নীতি হয়েছে কিনা তা তদন্ত করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য কমিটির সদস্য আবুল কালামকে আহ্বায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সাব-কমিটির অন্য সদস্যরা হলেন, আলী আজম ও মো. ইলিয়াস। এ কমিটিকে দুই মাসের মধ্যে বিষয়টি তদন্ত করে সংসদীয় কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সাব-কমিটি গঠন করা হয়।

আমদানি করা ল্যাপটপ মানসম্মত নয় এবং তা কেনায় দুর্নীতি হয়েছে বলে সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে এ সাব-কমিটি গঠন করা হয়। সাব-কমিটিকে আমদানি করা ৫০ হাজার ল্যাপটপ মানসম্মত কিনা, দরপত্রের শর্তানুসারে এগুলো সরবরাহ হয়েছে কিনা এবং এতে কোনও দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। কমিটির সদস্য উম্মে রাজিয়া কাজল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, বৈঠকে সরবরাহ করা মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ চালনা বিষয়ে শিক্ষকদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে সংসদীয় স্থায়ী কমিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মতো স্বতন্ত্র কমিশন গঠনেরও সুপারিশ করেছে। এছাড়া, কমিটি স্কুল ফিডিং নীতিমালা প্রণয়ন ও প্রাথমিক বিদ্যালয়ের তথ্যভাণ্ডারের (ডাটাবেজ) আওতায় দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে যুক্ত করার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং সব প্রাথমিক বিদ্যালয়ে উন্নতমানের প্লাস্টিকের ফার্নিচার সরবরাহের সুপারিশ করে।

বৈঠকে আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত ১:৪০ করতে প্রয়োজনীয়  সংখ্যক শিক্ষক/শিক্ষিকার পদ সৃজন ও প্রাথমিক বিদ্যালয়ের ২০১৮ সালের এনসিটিবি কর্তৃক বই ছাপানোর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়। জানা গেছে, বৈঠকে ২০১৮ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের ছাপা বইয়ের কয়েকটি কপি দেখানো হয়। ছাপার মান ভালো হওয়ায় কমিটি সন্তোষ প্রকাশ করে। কমিটি গণস্বাক্ষরতার হার শতভাগ নিশ্চিতের লক্ষ্যে পাইলট প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নের সুপারিশ করে।

কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং উম্মে রাজিয়া কাজল অংশ নেন।

 

/ইএইচএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস 
রাফাহতে হামলা করা ‘ভুল’ হবে,নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
রাফাহতে হামলা করা ‘ভুল’ হবে,নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন