X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

‘সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভরশীলতা থেকেই তৈরি হয় আসক্তি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৭:৩৬আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৮:৪৮

জুলফিকার রাসেল ‘আসক্তি বলতে বোঝায় যে, কেউ যখন সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর হয়ে পড়ে। কোনও ব্যক্তি তার পছন্দের জিনিসকেই বারবার খুঁজে থাকে, সেটাই এক ধরনের আসক্তি। তবে মানুষ কী ধরনের নিউজ বা লেখা বেশি সোশ্যাল মিডিয়ায় বেশি খুঁজে থাকেন, এ ধরনের কোনও স্টাডি বা প্রতিবেদন এখনও নেই। আবার কোন ধরনের নিউজের প্রতি মানুষ বেশি আকৃষ্ট, এ ধরনের গবেষণা প্রতিবেদনও নেই। আবার অনেক ক্ষেত্রে অনেকের পরিবারের সঙ্গে যোগাযোগ কম থাকে। তখন সে সোশ্যাল মিডিয়ায় বন্ধু খোঁজে। এগুলোও আসক্তির কারণ।’

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে বাংলা ট্রিবিউন আয়োজিত ‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক বৈঠকিতে বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল এসব কথা বলেন।
বৈঠকিতে জুলফিকার রাসেল বলেন, ‘সোশ্যাল মিডিয়া একসময় ছিল যোগাযোগের মাধ্যম। এর মাধ্যমে দূরে থাকা পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবের সঙ্গে সহজে যোগাযোগ করা যায় বলে এর গ্রহণযোগ্যতা ছিল অনেক বেশি। তখন থেকেই এটাকে আমরা ইতিবাচকভাবেই নিয়েছি। তবে বর্তমানে এর মাত্রা একটু বেড়েছে। শেয়ার করা কিছুতে যত বেশি লাইক, তত বেশি ভালোলাগা কাজ করে সবার মধ্যে। নিউজ শেয়ার করা হলে সেটারও প্রসার বাড়ছে। আবার এর নেতিবাচক দিকও রয়েছে। উসকানি দিতে চায়— এমন ব্যক্তি বা নিউজ পোর্টাল ভুল তথ্য, বা ভুল খবর হেডলাইন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, তখনও সেটাও ছড়িয়ে পড়ে দ্রুতগতিতে। আবার অনেকে ওইসব নিউজের হেডলাইন পড়েই কমেন্ট করে বসছেন, নিউজটি খুলে পড়েনও না।’

শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এই বৈঠকিটি সরাসরি সম্প্রচার শুরু করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন। বৈঠকি সঞ্চালনা করছেন মুন্নী সাহা।


বৈঠকিতে অংশ নিয়েছেন সংগীতশিল্পী মাকসুদুল হক, মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আবদুল্লা আল মামুন, বিএসএমইউ মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক সালাহ উদ্দিন কাওসার বিপ্লব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবায়দা নাসরিন, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
আরও পড়ুন-
‘সোশ্যাল মিডিয়ায় আসক্তি’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু
‘কতটা সময় ব্যবহার করলে সেটাকে আসক্তি বলে, তা নির্ধারণ কঠিন’
‘সোশ্যাল মিডিয়া থেকে বের হতে না পারলে সেটাকে আসক্তি বলা যায়’

/আরএআর/এপিএইচ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
‘অধিকার দিতে হবে না, কেড়ে না নিলেই হবে’
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
উপজেলা নির্বাচনের প্রচারণায় অংশ না নিতে এমপিকে রিটার্নিং কর্মকর্তার চিঠি
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
‘জার্মানির তৃতীয় বিভাগের ক্লাবের সঙ্গেও বাংলাদেশকে মেলানো যায় না’
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
নীরবে মামুনুল হক,  শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে মামুনুল হক, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক