X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

শেখ শাহরিয়ার জামান
১৬ অক্টোবর ২০১৭, ২২:৫৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২৩:০০

 

এএইচ মাহমুদ আলী (ফাইল ছবি: সংগৃহীত) এশিয়া-ইউরোপ সামিটভুক্ত (আসেম) দেশগুলোর ১৩তম সম্মেলনে যোগ দিতে মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির আমন্ত্রণে তিনি এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। আগামী ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিদোয় আসেমভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আসেমে যোগ দেবেন। আশা করি, তিনি ১৯ নভেম্বর মিয়ানমার যাবেন।’

এর আগে ২ অক্টোবর মিয়ানমারের ইউনিয়নমন্ত্রী টিন্ট সোয়ের সঙ্গে বৈঠকের পরে মাহমুদ আলী বলেছিলেন, ‘আমি মিয়ানমার যাব।’

এ প্রসঙ্গে ওই কর্মকর্তা  আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন সোমবার পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে একটি রেজ্যুলেশন গ্রহণ করেছে। সেখানে আসেম সম্মেলনে মূল এজেন্ডার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার বিষয়টিও উঠে এসেছে।’

জাপানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর  

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফোমিও কিশিদা দুই দিনের সফরে আগামী মাসে ঢাকা আসার কথা রয়েছে।

এ প্রসঙ্গে সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘জাপানের পররাষ্ট্রমন্ত্রী ১৮ অক্টোবর ঢাকা আসবেন। তার পরদিন ঢাকা থেকে মিয়ানমারে যাবেন।’ তিনি বলেন, ‘জাপান নিরাপত্তা পরিষদের সদস্য। রোহিঙ্গা ইস্যুতে তাদের সমর্থন চাইবে বাংলাদেশ।’

সরকারের এই কর্মকর্তা আরও বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সংস্থার চাপে প্রয়োগের ক্ষমতা আছে। আমরা নিরাপত্তা পরিষদের সব সদস্যের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছি। আশা করি, এ বিষয়ে নিরাপত্তা পরিষদে আরও আলোচনা হবে।’

উল্লেখ্য, চলতি বছরের ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন শুরু হলে চার বার রুদ্ধদ্বার ও উন্মুক্ত আলোচনা হয় নিরাপত্তা পরিষদে। এরপর থেকে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এছাড়া এর আগে থেকেই বাংলাদেশে চার লাখের মতো রোহিঙ্গা অবস্থান করছিল।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!