X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় বিজেপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ১৮:২৯আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ১৮:৩৪

নির্বাচন ভবন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সঙ্গে  সংলাপে এ প্রস্তাবনা দেয় দলটি। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে সংলাপে কমিশনাররা ছাড়াও ইসির ভারপ্রাপ্ত সচিব উপস্থিত ছিলেন। বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেয়। এ নিয়ে ৩৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলো ইসি।

ইসিকে পাঁচ দফা প্রস্তাবনা দিয়েছে বিজেপি। এর মধ্যে রয়েছে- নির্বাচন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, প্রবাসীদের ভোটাধিকার, নির্বাচন কমিশনের আস্থা অর্জন, হলফনামার পাশাপাশি অঙ্গীকারনামা।

সংলাপে বিজেপি লিখিত বক্তব্যে জানায়- বর্তমানে দেশে যে রাজনৈতিক অবস্থা বিদ্যমান, তাতে সহায়ক সরকার কিংবা নির্দলীয় সরকার ব্যতীত ইসির পক্ষে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা অনেকাংশে কঠিন হয়ে পড়বে।

সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাবনায় বলা হয়-সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নির্বাচনের ১০ দিন আগে থেকে মোতায়ন করতে হবে। সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার,জেলা প্রশাসক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্বাচনরে আগে পরিবর্তন করতে হবে।

নির্বাচন কমিশনের আস্থা অর্জন বিষয়ে বলা হয়- ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচন,পরবর্তীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন,পৌরসভা নির্বাচন এবং মেয়র নির্বাচনে যে অনিয়ম এবং কারচুপির দালিলিক প্রমাণ গণমাধ্যমে উঠে এসেছে,তাতে নির্বাচন কমিশন জনগণের কাছে আস্থা হারিয়ে ফেলেছে। জনগণ ও নির্বাচন কমিশনের এই দূরত্ব কমিয়ে আনা এবং আস্থা ফিরিয়ে আনতে বর্তমান কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারাবাহিকতায় এই বৈঠক হয়। বুধবার সকাল ১১টায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, ১৯ অক্টোবর সকালে জাতীয় পার্টি (জেপি), বিকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

এর আগে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে ইসি। গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু হয়।

আরও পড়ুন: 
প্রাথমিকে ৪৭০ নন-ক্যাডার প্রধান শিক্ষক নিয়োগ

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী