X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সিইসির রাজনৈতিক কূটনীতি

এমরান হোসাইন শেখ
১৮ অক্টোবর ২০১৭, ০২:৪৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৪:৪৮

 

নির্বাচন ভবন বিএনপির সঙ্গে অনুষ্ঠিত সংলাপে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ‘প্রশংসামূলক’ বক্তব্যে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি  হয়েছে। তবে এ ধরনের বক্তব্য যে কেবল বিএনপির ক্ষেত্রে হয়েছে, তা নয়, সংলাপে অংশ নেওয়া অন্যান্য দল ও দলের প্রতিষ্ঠাতা সম্পর্কেও সিইসি প্রশংসামূলক বক্তব্য দিয়েছেন। সর্বশেষ মঙ্গলবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত দু’টি রাজনৈতিক দলের সংলাপের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।  নির্বাচন কমিশনের মতে, সংলাপে আন্তরিকতাপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য সিইসি এ ধরনের বক্তব্য দিয়েছেন। এ কারণে সংলাপ সংশ্লিষ্টদের অনেকেই সিইসির এই কৌশলকে ‘রাজনৈতিক কূটনীতি’ হিসেবেই দেখছেন। ইসি ও সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর একাধিক সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

বিএনপি সম্পর্কে সিইসির বক্তব্য নিয়ে সৃষ্ট বিতর্ক অনুসন্ধানে কথা হয় সংলাপে উপস্থিত থাকা কমিশন সচিবালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে। মঙ্গলবার পর্যন্ত সংলাপে অংশ নেওয়া ৩৭টি রাজনৈতিক দলের বেশিরভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। এসব দলের নেতারা জানান, প্রত্যেক দলের সঙ্গে সংলাপের শুরুতে সিইসি একটি প্রারম্ভিক বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যে তিনি যেদিন যে দলের সঙ্গে সংলাপ, তাদের কমবেশি নানা কর্মকাণ্ড তুলে ধরেন। তাদের মতে, বিএনপির ক্ষেত্রেও সেটাই হয়েছে। তবে, বিএনপির বিষয়ে কথা বলতে গিয়ে কিছুটা অতিরঞ্জন হয়েছে বলে মনে করেন কেউ কেউ। আর এটা তার অসতর্কতা নাকি উদ্দেশ্যপ্রণোদিত, এই নিয়ে কারও কারও প্রশ্ন রয়েছে।

কমিশন সূত্র জানায়, সিইসি ওই দল সম্পর্কে ইসিতে সংরক্ষিত থাকা তথ্য-উপাত্ত ও দলগুলোর ওয়েবসাইট বা অন্যান্য সোর্স থেকে তথ্য সংগ্রহ করে নিজের সূচনা বক্তব্যটি তৈরি করেন। বিএনপির ক্ষেত্রেও এমনটি হয়েছে বলে কমিশন সূত্রের দাবি।

কমিশনের কর্মকর্তারা জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগসহ যে কয়েকটি দলের সংলাপ এখনও বাকি রয়েছে, তাদের ক্ষেত্রেও সিইসি দলগুলোর অবদান তুলে ধরে নিজের লিখিত বক্তব্য প্রস্তুত করেছেন।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে সংলাপে অংশ নেওয়া দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। তিনি বলেন, ‘ইসির সঙ্গে বিএনপির সংলাপে প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্য নিয়ে কথা হচ্ছে, এটা কতটা বিতর্কযোগ্য তা জানি না। তবে, সিইসি প্রশাংসামূলক বক্তব্য আমাদের সম্পর্কেও বলেছেন। আমাদের অর্জনগুলোও তিনি তুলে ধরেন। তিনি সংলাপে আমাদের দল জাতীয় পার্টি ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবদান তুলে ধরেন। এরশাদ সাহেব ক্ষমতায় থাকতে দেশে জেলার সংখ্যা বৃদ্ধি, উপজেলা ব্যবস্থা প্রবর্তন, রাস্তাঘাটের যে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছিলেন, তার কিছুটা সংলাপের শুরুতে সিইসি  সংক্ষেপে তুলে ধরেন। কেবল সিইসি নয় অন্য কমিশনাররাও এসব নিয়ে কথা বলেছেন ‘

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিশনের কাজ হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করা। এটা করতে গিয়ে তার কৌশল থাকতে পারে। তার তো সেই স্বাধীনতাও আছে। এজন্য দলগুলোর ঘোষণাপত্র, কর্মসূচি ও অর্জনসহ তিনি বলতেই পারেন। কারও সঙ্গে আলোচনা করতে গেলে সৌজন্যতা দিয়ে শুরু হয়। এ সময় একে অন্যের প্রশংসাসূচক কথা তো আসতেই পারে। কিন্তু দেখলাম, পত্রিকা এটা নিয়ে নিউজ করলো, আর হৈ চৈ পড়ে গেলো। আমাদের দল ও দলের সভাপতি নিয়েও তো সিইসি ইতিবাচক অনেক কথা বলেছেন। সেটা নিয়ে তো আপনারা নিউজ করলেন না।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান বন্দুক ঘাড়ে করে ক্ষমতায় এসেছেন, এটা যেমনি সত্য, তেমনি তিনি যে দল গঠন করেছিলেন, সেটা তো অস্বীকার করার সুযোগ নেই। তার দল একটি বড় রাজনৈতিক দল। তার নিবন্ধন রয়েছে। তাদের কিছু অর্জনও তো আছে, সেটা তো স্বীকার করতে হবে।’

আনিসুর রহমান মল্লিক আরও বলেন, ‘বিএনপির কিছু ভালো কাজের কথা বলে সিইসি বক্তব্য দিয়েছেন। কোনও দলের ক্ষেত্রে অতিরঞ্জিত কিছু হলে হয়তো সেটা নিয়ে প্রশ্ন হতে পারে। বুধবার আওয়ামী লীগ সংলাপে গেলে তাদের ক্ষেত্রেও সিইসির একই ধরনের  ইতিবাচক বক্তব্য আমরা শুনতে পাবো।’ কাদের সিদ্দিকীর সংলাপ বর্জনের সমালোচনা করে তিনি বলেন, ‘উনি আড়াই ঘণ্টা কথা বলে বর্জন করলেন। সত্যিকার অর্থে বর্জন করলেও তো সংলাপে গিয়েই বিষয়টির প্রতিবাদ করে চলে আসতে পারতেন। এ ধরনের নাটকের তো কোনও মানে হয় না।’

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম বলেন, ‘সংলাপের সময় আমাদের দলের অর্জন নিয়েও কথা হয়েছে। সিইসি তার উদ্বোধনী বক্তব্যে এটা করেছিলেন। বিএনপির ক্ষেত্রেও মনে হয় সেটাই হয়েছে। তবে, বিএনপি সম্পর্কে তার বক্তব্যকে খানিকটা অতিরঞ্জিত মনে হয়েছে।’

ন্যাপের কো-চেয়ারম্যান ও সংলাপে নেতৃত্বদানকারী আমিনা আহমেদ বলেন, ‘সিইসি সংলাপে আমাদের দলের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সম্পর্কে অনেক কথা বলেছেন। গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা তুলে ধরেছেন। তবে, বিএনপির সম্পর্কে যেটা শুনছি, সেটা মনে হয়েছে একটু বেশি হয়েছে। তিনি এতটা না করলেও পারতেন। ইসি একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টির কাজ করছেন। এই সময়ে তাদের বিতর্কে জড়িয়ে পড়াটা ঠিক নয়।’

মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদও জানান, সিইসি তার দল ও তার সম্পর্কে নানা কথা বলেছেন। তিনি বলেন, ‘সিইসি আমাদের দলের অগ্রগতি কামনা করেছেন। আমাকে একজন পরিপক্ক রাজনীতিক, সংবিধান বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে অভিহিত করেছেন। আমাদের প্রস্তাবকে ইউনিক বলে আখ্যায়িত করেছেন।’

বিএনপিকে নিয়ে সিইসির বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের যে বক্তব্য নিয়ে আওয়ামী লীগের নেতারা মন্তব্য করছেন, তারা কিন্তু সরাসরি ওই বক্তব্য শোনেননি। এ ধরনের দায়িত্বশীল নেতাদের এভাবে মন্তব্য করা উচিত নয়। আমি মনে করি, এটা নিয়ে এভাবে কথা না বলে সিইসির সঙ্গে কথা বলা উচিত।’

মঙ্গলবার সংলাপে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংলাপে সিইসি আমারা বাবা (প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জু) সম্পর্কে অনেক কথাই বলেছেন।’ তিনি বলেন, ‘বাবা ঢাকার সফল মেয়র ছিলেন। ঢাকার অনেক উন্নয়ন করেছেন। এরশাদ সাহেবের দলে মহাসচিব ছিলেন। পরে তিনি বিজেপি গঠন করেছেন। সিইসি সেটা মনে করিয়ে দিয়েছেন। আমার সম্পর্কেও তিনি কিছু কথা বলেছেন।’

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিইসি তার প্রারম্ভিক রিমার্কে যেসব রাজনৈতিক দল সংলাপে অংশ নিচ্ছে, তাদের প্রত্যেকের ইতিহাস ও অর্জন সম্পর্কে কিছু মন্তব্য করছেন। এটা সংলাপের একদম শুরু থেকেই তিনি করে আসছেন। এটা যেমন তিনি এরশাদ সাহেব সম্পর্কে বলেছেন, তরিকত ফেডারেশন সম্পর্কে বলেছেন, রাশেদ খান মেনন সাহেব বা হাসানুল হক ইনু সাহেব সম্পর্কেও বলেছেন। ওই সময়ও আপনারা সাংবাদিকেরা ছিলেন। তখন তো এটা নিয়ে কথা তোলেননি।’

এ বিষয়ে ইসি সচিব উদাহরণ দিয়ে বলেন, ‘ইসি মহোদয় তো রাশেদ খান মেননকে নিয়ে পাঁচ মিনিট কথা বলেছেন। তিনি ও তার বাবাকে নিয়ে কথা বলেছেন। তারা বাবা স্পিকার ছিলেন। তারা রাজনৈতিক পরিবারের সন্তান। এ ধরনের অনেক কথাই বলেছেন।’

ইসির মুখপাত্র বলেন, ‘এই কথাগুলো বলার ক্ষেত্রে অন্য কোনও ‍উদ্দেশ্য রয়েছে, বিষয়টি কিন্তু এমনটি নয়। এটা হয়তো সিইসির পলিসি হতে পারে। হতে পারে সংলাপটা যেন হৃদ্যতাপূর্ণ হয়। আর এগুলো তার নিজের যে কথা, সেটা নয়। তিনি দলগুলোর ওয়েবসাইট ও প্রোফাইলে যে তথ্য উপাত্তগুলো পাচ্ছেন, তা থেকে বলছেন।’

প্রসঙ্গত, বিএনপির সঙ্গে রবিবার সংলাপে বসে নির্বাচন কমিশন। ওই সংলাপের শুরুতে সিইসি বিএনপি ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের হাত দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।’ রাষ্ট্র পরিচালনার কাজে বিএনপি সরকার দেশে প্রকৃত নতুন ধারার প্রবর্তন করেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া, তিনি ১৯৯১ ও ২০০১ শাসনামলে বিএনপির কিছু ‘উন্নয়ন ও সংস্কারমূলক’ কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন। বিএনপি সম্পর্কে সিইসির এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার মিত্ররা এ বক্তব্যের জন্য সিইসির কঠোর সমালোচনা করে। কৃষক-শ্রমিক-জনতা লীগ সংলাপ বর্জনের পাশাপাশি সিইসির পদত্যাগ দাবি করে।

/এপিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া