X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর ৫ দফা বাস্তবায়নে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১২:০৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৩:১৩

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ফাইল ছবি রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ৫ দফা প্রস্তাব বাস্তবায়নে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে এ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বুধবার রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই লক্ষ্য অর্জনে জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের মাধ্যমে মিয়ানমারের ওপরে চাপ অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।’

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৮২ হাজার রোহিঙ্গা এসেছে। আর আগে থেকেই বাংলাদেশে ৪ লাখ রোহিঙ্গা অবস্থান করছে।  

পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৩ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে একটি বিবৃতি প্রকাশ করে। এরপর ২৮ সেপ্টেম্বর এ নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। আর ১৩ অক্টোবর একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। নিরাপত্তা পরিষদের শেষ বৈঠকে বাংলাদেশ যে বিষয়গুলো তুলে ধরে সেগুলো হচ্ছে, বাংলাদেশের বসবাসরত মিয়ানমারের সব নাগরিকদের প্রত্যাবাসন, ১৯৯২ সালের প্রত্যাবাসন চুক্তির প্রয়োজনীয় সংশোধন ও আন্তর্জাতিক সংস্থার উপস্থিতিতে যৌথ যাচাই-বাছাই এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা। ওই বৈঠকে তিনটি বিষয়ে প্রাথমিক ঐক্যমত লক্ষ্য করা গেছে বলে মন্ত্রী জানান। এগুলো হলো, ১. মিয়ানমারে অবিলম্বে সহিংসতা বন্ধ করা, ২. মিয়ানমারে নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা দেওয়া  ৩. মিয়ানমারের নাগরিকদের স্বদেশে ফেরত যাওয়ার ব্যবস্থা করা।

মন্ত্রী বলেন, ‘সভায় বিশেষত চীন ও জাপানের বক্তব্যে আশাব্যঞ্জক পরিবর্তন লক্ষ্য করা গেছে। উভয় দেশই তাদের বক্তব্যে রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান যে মিয়ানমারকে করতে হবে তা উল্লেখ করেছে।’

তিনি জানান, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের তিনটি প্রতিনিধি দল কক্সবাজার সফর করেছে এবং তারা দুটি প্রতিবেদনও প্রকাশ করেছে। পাশাপাশি বন্ধু রাষ্ট্রসহ সব আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনের ব্যবস্থা করে দিচ্ছে।

 

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়