X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও লুট হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৯:০৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৯:২৯

সিপিডি আয়োজিত ‘২০১৭ সালের বন্যা পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সংলাপ হাওরে বন্যার জন্য আবারও ইঁদুর ও স্থানীয়দের বাঁধ কাটাকে দায়ী করলেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। পাশাপাশি তিনি স্বীকার করে বলেন, ‘বাঁধ নির্মাণে অনিয়ম ও লুট হয়েছে।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘২০১৭ সালের বন্যা পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমেরিকাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ইঁদুর মারতে জনবল নিয়োগ দেওয়া আছে। কিন্তু আমাদের দেশে ইঁদুর মারতে সে ধরনের লোকবল নেই।’

রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংলাপে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, কৃষি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ ড. এম আসাদুজ্জামান, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, সিপিডি’র  ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য প্রমুখ।

আনিসুল ইসলাম বলেন, ‘আমাদের বাঁধগুলোতে অনেক বেশি অত্যাচার করা হয়। ফসল তুলতে বাঁধ কাটা হয়। বাঁধে গরু, ছাগল রাখা হয়। ঘরবাড়ি তোলা হয়। ফলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়ে।’ এবারের বন্যা গাফিলতি বা অব্যবস্থাপনায় নয়, অন্য কারণে হয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান,  হাওরে  অন্তত ৫০০ জায়গায় ফসল তুলে বাঁধ কাটা হয়েছে।এগুলো মেরামতের মাটি তো বাইরে থেকে আনতে পারছি না। হাওরের মাটি দিয়েই পূরণ করতে হবে। ডিসেম্বরের আগে কাজ শুরু সম্ভব না, পানি নামলে কাজ শুরু হবে।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এবছরে তিন বার বন্যা হয়েছে। তবে বাঁধ ভেঙে বন্যা হয়নি। অতিবৃষ্টির কারণে পানি বাঁধ দিয়ে উপচে পড়েছে।’

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বাঁধ নির্মাণ বা রক্ষণাবেক্ষণে শত শত কোটি দুর্নীতির অভিযোগ করা হয়, তা মোটেও সত্য নয়। এখানে বরাদ্দ মাত্র ৪২০ কোটি টাকা। সুতরাং এরমধ্যে হরিলুট হওয়ার সুযোগ নেই। তবে লুট ও দুর্নীতি কিছু হচ্ছে।’

তিনি বলেন, ‘বন্যা পরবর্তীতে হাওর এলাকায় রাস্তা সংস্কারে বরাদ্দ মাত্র ২০ কোটি টাকা। সারাদেশ মিলে তা কয়েকশ’ কোটি টাকা হবে। সুতরাং এখানে হরিলুট করার সুযোগ নেই।’

তিনি বলেন, পানিসম্পদ অধিদফতর সমাজের ও সিস্টেমের বাইরের কোনও অংশ নয়। সমাজে যে ধরনের দুর্নীতি হচ্ছে, এখানেও সেটি আছে।’

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘এবারের বন্যা গাফিলতি বা অব্যবস্থাপনার কারণে হয়নি, হয়েছে অন্য কারণে। তবে এবছর বন্যা দীর্ঘমেয়াদী ছিল না। অধিকাংশ জায়গার পানি পাঁচ-ছয় দিনেই নেমে গেছে। কিছু এলাকায় পানি আছে।’

মন্ত্রী বলেন, ‘সরকার দুর্যোগ ব্যবস্থাপনায় সচেষ্ট থেকে কাজ করে যাচ্ছে। ড্রেনেজ করা হচ্ছে। নদীগুলো খনন করা হচ্ছে। তবে এসব করতে গিয়ে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে।’

পরিবেশবিদ ড. আইনুন নিশাদ বলেন, ‘বন্যার পরবর্তী সময়ে রাস্তা মেরামত ও অন্যান্য উন্নয়নের নামে হরিলুট হচ্ছে। প্রতিবছরই রাস্তা হচ্ছে, কিন্তু তা টেকসই হচ্ছে না।’ দুর্নীতি বন্ধে দুযোগ ব্যবস্থাপনায় সংস্কারমূলক কাজে সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত না করার দাবি জানান তিনি। তিনি উল্লেখ করেন, ‘দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যার কারণে আমন রোপনে দেরি হয়ে গেছে। এতে  সরকারের লক্ষ্য মাত্রার চেয়ে ধান উৎপাদন ৩০ শতাংশ কম হওয়ার আশঙ্কা রয়েছে।’

আইনুন নিশাত আরও বলেন, ‘দেশে বন্যা এখনও আছে। বন্যা কবলিত অনেক এলাকার মানুষ এখনও বাঁধের ওপর অবস্থান করছেন।’

সংলাপে সিপিডির পক্ষ থেকে বলা হয়, এবারের বন্যায় ৫ হাজার ৩শ  কোটি টাকার ক্ষতি হয়েছে ।

 

/ জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা