X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গুদামের চাল-গম নিম্নমানের, টেন্ডারে আগ্রহ পুলিশের

জামাল উদ্দিন
২০ অক্টোবর ২০১৭, ১২:০৭আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১২:১৩

চালের গুদাম সরকারি গুদাম থেকে কেনা চাল ও গম নিম্নমানের হওয়ায় পুলিশ সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রায় সব ইউনিট থেকে এ নিয়ে অভিযোগ পাওয়ায় বিকল্প প্রস্তাব করেছে পুলিশ সদর দফতর। এ দু’টি পণ্য খোলা দরপত্রের মাধ্যমে নিজেদের ব্যবস্থাপনায় কেনার আগ্রহ জানিয়ে এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এর কারণ হিসেবে খাদ্য গুদাম থেকে নেওয়া চাল ও গমের নিম্নমানের বিষয়টি তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অন্যান্য বাহিনীও খাদ্য গুদাম থেকেই চাল নিচ্ছে। পুলিশ ছাড়া আর কারও কাছ থেকে এমন কোনও অভিযোগ পাওয়া যায়নি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে খাদ্য গুদাম থেকে চাল-গম দেওয়া হচ্ছে। এরপরও সরকার যদি মনে করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ নিজেরাই চাল ও গম কিনবে, তাহলে কিনতেই পারে। সেটা সরকারের সিদ্ধান্তের বিষয়। এ ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের আপত্তি কিংবা অনাপত্তি কোনোটাই নেই।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, বাহিনীর সদস্যদের রেশনের জন্য তেল-ডালসহ বিভিন্ন পণ্যের পাশাপাশি চাল ও গম কিনে থাকেন তারা। তবে অন্যান্য পণ্য নিজেরা সরাসরি খোলা দরপত্রের মাধ্যমে কিনে থাকলেও চাল ও গম কিনতে হয় খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য অধিদফতরের গুদাম থেকে। সেটাও আবার খাদ্য গুদামের পছন্দ অনুযায়ী, আগের মজুদ করা চাল আগে নিতে হবে। এতে দীর্ঘদিন আগের মজুদ করা চাল হয়ে পড়ে খাবার অনুপযোগী। চলতি অর্থবছরে খাদ্য গুদাম থেকে ৪৪০ কোটি টাকার চাল ও গম কিনে বিপাকে রয়েছে পুলিশ। কয়েকটি ইউনিট থেকে অভিযোগ পাওয়ার পর সব ইউনিটের কাছেই চাল ও গম নিয়ে পুলিশ সদর দফতর থেকে অভিমত চাওয়া হয়। এরপর দুই/একটি ছাড়া প্রায় সব ইউনিট থেকেই চাল ও গম খাওয়ার অনুপযোগী বলে অভিমত দেওয়া হয়। ওইসব অভিমতের ভিত্তিতে পুলিশ সদর দফতরের লজিস্টিক শাখা থেকে একটি প্রতিবেদন পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যে প্রতিবেদনে চাল ও গম নিম্নমানের, সেই বিষয়ে সাতটি করে ১৪টি কারণ তুলে ধরা হয়। এসব চাল ও গমের তৈরি ভাত ও রুটি নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

খাদ্য অধিদফতরের দর অনুযায়ী পুলিশ এ বছর সরকারি গুদাম থেকে ৩৭ টাকা ৯ পয়সা কেজি দরে ৬৭ হাজার ৮১৭ মেট্রিক টন চাল ও ৩০ টাকা কেজি দরে ৬০ হাজার ৬৭৮ টন গম কিনেছে। এসব চাল ও গমের বেশিরভাগ তোলাও হয়েছে। কিন্তু এগুলো নিয়ে অভিযোগ আসায় বিব্রতকর অবস্থায় পড়েছে পুলিশ সদর দফতর।

পুলিশের চাল ও গম নিয়ে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ ও সরবরাহ শাখার অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে কোনও চিঠি বা অভিমত পাইনি। খাদ্য গুদাম থেকেই চাল ও গম ওএমএস-এ যাচ্ছে। সেগুলো পোকায় খাওয়া কিনা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওএমএস-এর চালে পোকা হাঁটছে এমন ছবি তো সাংবাদিকরা এখনও ছাপেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা যেগুলো কিনি তা গুদামে সংরক্ষণ করা থাকে। গুদাম থেকে বের করে যারা নেওয়ার তারাই নিচ্ছেন। তবে এক জায়গায় বেশিদিন থাকলে সামান্য পোকা লাগতেই পারে। পোকা না ধরার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপও নেই। বাজার থেকে পছন্দ করে যে চাল কিনবেন, সেই চাল তো আমরা গোডাউনের জন্য কিনি না। আমরা কিনি মোটা চাল। আমরা মিনিকেট কিংবা নাজিরশাইল তো কিনি না। এটা হচ্ছে সাধারণ মানের চাল। এগুলো কেনা হয় কৃষকের কাছ থেকে। আবার এগুলো সরবরাহ করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী। পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থা এসব চাল নিচ্ছে। ভালো-মন্দ তো থাকতেই পারে। কিন্তু সেনাবাহিনী তো বলছে না, আমরা খারাপ চাল ও গম পেয়েছি। তারা তো এমন অভিযোগ করেনি। এখন পুলিশ যদি নিজেরা চাল ও গম কিনতে চায়, সরকার যদি সিদ্ধান্ত দেয় যে তারা দরপত্র করে কিনবে, কিনতেই পারে। সেটা সরকারের সিদ্ধান্তের বিষয়।’

এই অতিরিক্ত সচিব আরও বলেন, ‘আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, বছরে পুলিশের এত চাল ও গম লাগবে, তোমরা কিনে রাখবে। তারা তোমাদের কাছ থেকে নেবে। পুলিশের এই বাজেটটি আমাদের এখানে দিচ্ছে। আমরা কিনে রাখছি। এখন সেই বাজেট যদি আমাদের না দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়ে দেয় যে ওরা টেন্ডার করে এগুলো কিনবে, সেটা সরকারের সিদ্ধান্তের ব্যাপার। এক জায়গা থেকে কিনলেই হলো। তারা টাকা দিয়ে খারাপ জিনিস কিনবেই বা কেন। আমরা খারাপ জিনিস কিনতেও চাই না, কাউকে দিতেও চাই না। অন্যান্য পণ্যের মতো তারা এগুলোও কিনবে। এতে হয়তো তাদের ধারণা, নিজেরা কিনলে চাল-গম তারা ভালো মানের পাবে। এখন আপনি বাজার থেকে কিনে কী খাবেন, সেটা আপনার ব্যাপার।’

অন্য কোনও বাহিনীর পক্ষ থেকে খাদ্য গুদামের চাল ও গম নিয়ে এমন অভিযোগ না থাকা প্রসঙ্গে পুলিশ সদর দফতরের দায়িত্বশীল একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খাদ্য গুদাম থেকে চাল ও আটা সংগ্রহের ক্ষেত্রে ওয়ারেন্টি প্রথা চালু রয়েছে। যে চাল গুদামে আগে ঢুকবে, সেটা আগে নিতে হবে। কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। তারা গুদাম থেকে নিজেদের পছন্দমতো চাল সংগ্রহ করতে পারে। পুলিশের জন্যও একই নিয়ম চালুর জন্য খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু তা মঞ্জুর হয়নি। নিয়ম অনুযায়ী, পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পুলিশের প্রত্যেক সদস্য মাসে ১১ থেকে ৩৫ কেজি পর্যন্ত চাল এবং ১২ থেকে ৩০ কেজি পর্যন্ত গম রেশন হিসেবে পান। কিন্তু মান ভালো না হওয়ায় এগুলো তারা বাইরে বিক্রি করে দিচ্ছেন।’

পুলিশ সদর দফতরের লজিস্টিক শাখার অতিরিক্ত ডিআইজি রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে আমরা আমাদের অভিমত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত তারাই নেবে।’

খাদ্য অধিদফতরের গুদামের চাল ও গম নিয়ে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সহেলী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের কয়েকটি স্থান থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ সদর দফতর থেকে সব ইউনিটের অভিমত চাওয়া হয়। প্রায় প্রত্যেকটি ইউনিট থেকেই চাল ও গম নিয়ে নেতিবাচক অভিমত পাওয়া যায়। দিনভর কঠোর পরিশ্রমের পর নিম্নমানের খাবার খেয়ে মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। সব ইউনিটের কাছ থেকে অভিমত পাওয়ার পর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরকে অবহিত করা হয়েছে।’

 

/এএইচআর/এএম/এমএনএইচ/আপ-এসটি
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন