X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁস: ঢাবির ‘ঘ’ ইউনিটে ফের পরীক্ষা চান ভর্তিচ্ছুরা

রশিদ আল রুহানী
২০ অক্টোবর ২০১৭, ১৯:১৭আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২২:৩৩

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন (বাঁয়ে) ও ফাঁস হওয়া প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর গণমাধ্যমে আসার পর ফের এই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তারা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের কারণে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয়। কেবল টাকার জোরে এই পরীক্ষায় পাস করে ভর্তি হয় অমেধাবীরা। এ কারণে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আবার নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নফাঁসের বিষয়টি অস্বীকার করছে। প্রশ্নফাঁসের কোনও তথ্য তাদের কাছে নেই বলে দাবি তাদের। কিন্তু বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঢাবির ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র বাংলা ট্রিবিউনের হাতে আসে। শুক্রবার সকালে পরীক্ষা শেষে মিলিয়ে দেখা গেছে, পরীক্ষা শুরুর আট ঘণ্টা আগে ফাঁস হওয়া প্রশ্নপত্রেই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ (স্নাতক) সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী জালিয়াতির চেষ্টা করেছে। তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমন কোনও অভিযোগ বা তথ্য আমাদের কাছে নেই। এটা হতে পারে না।’
প্রশ্নফাঁসের এমন খবর বাংলা ট্রিবিউনে প্রকাশ হওয়া পর শিক্ষার্থীরা ফের পরীক্ষা নেওয়ার দাবি করেছেন। মানবিক বিভাগে ভর্তিচ্ছু কয়েকজন শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ঘ’ ইউনিটের আওতায় মানবিক বিভাগের আসন মাত্র ৫৩টি। এই তীব্র প্রতিযোগিতায় একটি নম্বরই অনেক পার্থক্য গড়ে দিতে পারে। সেখানে ইংরেজির পুরো প্রশ্নই যদি ফাঁস হয়ে যায়, তাহলে আমাদের পরীক্ষা দিয়ে কী লাভ হলো? আমরা নতুন প্রশ্নে আবার পরীক্ষা চাই। এটা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব।’’
ভর্তিচ্ছু নাসরিন সুলতানা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি যেমন আমাদের স্বপ্ন, এর জন্য তেমন পরিশ্রমও করতে হয়েছে। কিন্তু প্রশ্নের গোপনীয়তা রক্ষায় ঢাবি ব্যর্থ হয়েছে। এর ভুক্তভোগী আমরা হতে পারি না। আমরা সবাই চাই, অন্তত ইংরেজি অংশের হলেও নতুন করে পরীক্ষা নেওয়া হবে। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাশীল হবে।’
নাসরিন আরও বলেন, ‘‘ঘ’ ইউনিটে মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য আসন কম। সেক্ষেত্রে যারা প্রশ্ন পেয়েছে, তারা ছাড়া আর কারও এই পরীক্ষার মাধ্যমে ভর্তির সুযোগ থাকবে না। লাখ লাখ শিক্ষার্থীর কাছ থেকে ফরম বিক্রি করে মোটা টাকা পেয়ে কয়েকজনের হাতে প্রশ্ন তুলে দেওয়ার মতো নির্লজ্জ কাজ আর কী হতে পারে?’
শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশ্ন যদি রাতেই ফাঁস হয়ে থাকে, যখন ফাঁস হলো তখন আমরা কেউ কেন জানলাম না? সকালে পরীক্ষা শেষ হওয়ার পরে কেন জানছি? নিশ্চয় একটি কুচক্রী মহল বিশ্ববিদ্যালয়ের সম্মান নষ্ট করতে ষড়যন্ত্র করছে। কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তা আমরা খতিয়ে দেখব। তারপর কিছু করণীয় থাকলে করব।’ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা আগে খোঁজ নিয়ে দেখি। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশ্নফাঁস হয়েছে, এমন কোনও অভিযোগ বা তথ্য আমার কাছে নেই।’ এ বিষয়ে বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনের কথা তাকে জানালে তিনি বলেন, ‘প্রতিবেদনটি আমি দেখেছি। আপনারা বলেছেন, প্রশ্ন হাতে পেয়েছেন রাত আড়াইটায়। কিন্তু রিপোর্ট করেছেন পরের দিন দুপুরে।’
গণমাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ দেখার পরেও কেন জানেন না দাবি করেছেন, জানতে চাইলে সাদেকা হালিম বলেন, ‘জানি, সেটা পরীক্ষা শেষ হওয়ার পরে। তাছাড়া কোনও অভিভাবক অথবা কোনও শিক্ষার্থী তো অভিযোগ করেনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, আমরা চিন্তা-ভাবনা করছি। দেখি কী করা যায়। এতে আপনাদের সহযোগিতা লাগবে। কিভাবে, কোথা থেকে প্রশ্ন পেলেন, সেটা দেখার বিষয়।’
উল্লেখ্য, এবার ঢাবি ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে রাজধানীর ৩৩টি স্কুল-কলেজসহ মোট ৮৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৬১০টি (বিজ্ঞানে ১১৪৭, বিজনেস স্টাডিজে ৪১০, মানবিকে ৫৩) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৯৮ হাজার ৫৪ জন।
আরও পড়ুন-
ঢাবিতে ফাঁস হওয়া প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা!
ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ১২ জনকে কারাদণ্ড

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া