X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউনকে ইতালির সেই সাহসী বাংলাদেশি

'আমাকে দেখেই দশ-বারোজন পালিয়ে যায়'

উদিসা ইসলাম
২১ অক্টোবর ২০১৭, ০৩:২৮আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১০:৪৯

হোসেইন আলমগীর (ছবি: ভুক্তভোগী তরুণী গায়া গুরনোত্তার ফেসবুক পোস্ট থেকে নেওয়া) প্রবাসী বাংলাদেশি নাগরিক হোসেইন আলমগীরের সাহসী পদক্ষেপের কারণেই বেঁচে গিয়েছিলেন ইতালীয় তরুণী গায়া গুরনোত্তা (২৫)। সময়মতো আলমগীর এগিয়ে না এলে রাস্তা থেকে ২৫ মদ্যপ ওই তরুণীকে তুলে নিয়ে যেতো। তার সাহসিকতার কথা জানা গেছে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ইতালির স্থানীয় সাংবাদিক রোজেলা কোন্তে। 

সেদিনের ঘটনা সম্পর্কে কোন্তে বলেন, ইতালির ফ্লোরেন্স শহরে ১৪ অক্টোবর রাতে গায়া তার এক বন্ধুর জন্য রাস্তায় অপেক্ষা করছিলেন। এসময় ২৫ জন মাতাল তাকে অপহরণের চেষ্টা করে। তবে আলমগীর জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন। পরের দিন এ খবরটি স্থানীয় লা নাজিওনে পত্রিকায় প্রকাশ করেন তিনি।

কোন্তে আরও বলেন, ‘আলমগীর সেই ব্যক্তি, যিনি এতগুলো মাতালের হাত থেকে ওই তরুণীকে বাঁচিয়েছিলেন।’

পরে কোন্তের কাছ থেকে টেলিফোন নম্বর সংগ্রহ কথা হয় হোসেইন আলমগীরের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘ফ্লোরেন্স শহরে একশ বাঙালি আমার কাছ থেকে ফুল নিয়ে রাতে রাস্তায় বিক্রি করেন। আমি প্রতিরাতের মতো ওই রাতেও সব তদারকি করছিলাম। হঠাৎ রাস্তার ধারে এক তরুণীকে বসে কাঁদতে দেখলাম। পরে পাশে গিয়ে কী হয়েছে এবং কোন দেশি তা জানতে চেয়েছিলাম। উত্তরে তরুণী ইতালীয় বলে জানালে আমি চলে যাই। ১০ মিনিট পর সেখানে ফিরে এসে দেখি ২০/২৫ জন মদ্যপ ছেলে তাকে নিয়ে বিশ্রিভাবে টানাটানি করছে। তারা গালাগালিও দিচ্ছিল। আমাকে দেখেই ১০/১২ জন পালিয়ে যায়। কিন্তু বাকিদের সঙ্গে ধস্তাধস্তি করে আমি মেয়েটিকে প্রায় ছিনিয়ে নিয়ে আসি। এগিয়ে না গেলে ওরা মেয়েটিকে তুলে নিয়ে যেতো।’

ইতালীর লা নাজিওনে পত্রিকায় প্রকাশিত সংবাদ এরপর কী হলো- জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি পরে ওই মেয়েটির সঙ্গে কথা বলে জানতে পারি, সে তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। কারণ সে এই এলাকা ঠিকমতো চেনে না। পরে আমি তাকে থাকা-খাওয়া ও গন্তব্যের টিকিট করে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করি। এর একটু পরে মেয়েটি জানায়, তার বন্ধুকে সে পেয়েছে। এসময় মেয়েটি একটা জায়গার নাম বলে জানতে চায় আামি চিনি কিনা? আমি তখন জানিয়েছিলাম, জায়গাটা আমার পরিচিত। এখান থেকে ২/৩ মিনিটের রাস্তা। এরপর মেয়েটি জানায়, তিনি পেশায় একজন ফটোগ্রাফার। পরে অনুমতি নিয়ে আমার ছবি তুলে নিয়ে যায়।’

আলমগীর গত ১২ বছর ধরে ইতালিতে আছেন। কিন্তু পরিবার ঢাকায় থাকে জানিয়ে তিনি বলেন, ‘আমার মেয়ে সিটি ইউনিভার্সিটিতে ও ছেলে বিডিআর কলেজে পড়াশুনা করছে। নিউমার্কেটে আলমগীর স্টোর নামে আমার দোকান ছিল, সেখানে ২৫ বছর ব্যবসা করেছি। গত এক যুগ ইতালিতে ব্যবসা দেখাশোনা করছি। এখানকার বাঙালি ফুল ব্যবসায়ীরা আমার কাছ থেকে ফুল নিয়ে বিক্রি করেন।’

এদিকে, ইতালির স্থানীয় পত্রিকাসহ যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টেও এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে আলমগীরের নিঃস্বার্থ সাহসিকতার প্রশংসা করে ভুক্তভোগী তরুণী গায়া গুরনোত্তার ফেসবুকে দেওয়া এক পোস্ট থেকে ঘটনার পুরো বিবরণ তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, পিজা ডেলা রিপাবলিকার পাশের রাস্তায় হাঁটার সময় ওই তরুণীর পিছু নেয় ২৫ মদ্যপ। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। তবে শেষ পর্যন্ত হোসেইন আলমগীরের সহায়তায় দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে যান ওই তরুণী।

আরও পড়ুন:
সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে যেভাবে

/ইউআই/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা