X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

সারাদেশে নৌ চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ১৯:০১আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৯:০৪

বরিশালে সব ধরনের নৌচলাচল বন্ধ (ছবি: বরিশাল প্রতিনিধি)

দেশজুড়ে খারাপ আবহাওয়ার কারণে সব নৌপথে নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ)। সংস্থাটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে নৌযান চলাচল বন্ধ থাকবে। এদিকে আবহাওয়া অধিদফতরও দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরের পর আবহাওয়ার অবনতি হওয়ায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের কোনও নদীতে কোনও নৌযান চলাচল করবে না।’ তিনি বলেন, ‘শনিবার দুপুরের পর ঢাকার সদরঘাট, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, ভান্ডারিয়া, বরগুনা, চাঁদপুর ও হুলারহাটসহ সব নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নদীতে তীব্র বাতাস ও ঢেউয়ের কারণে নৌযান বন্ধ করা হয়েছে। ঢাকা থেকে কোনও নৌযান দেশের কোথাও ছেড়ে যায়নি। অন্যান্য অঞ্চল থেকেও কোনও নৌযান ঢাকার উদ্দেশে ছেড়ে আসেনি। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।’

এদিকে দেশের বিভিন্ন নৌবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকালে কিছু ছোট ও মাঝারি নৌযান চললেও দুপুরের পর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।সদরঘাট টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে,শনিবার সকালে গ্রিনলাইন ওয়াটার বাস বরিশালের উদ্দেশে ছেড়ে গেলেও চাঁদপুরে গিয়ে বৈরী আবহাওয়ার মুখে পড়ে আবার যাত্রীসহ ঢাকায় ফিরে এসেছে।

আবহাওয়া অধিদফতর উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। এছাড়া নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং এসব জেলাসংলগ্ন দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল আগামী ২৪ ঘণ্টায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট অতিরিক্ত উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। নিম্নচাপের প্রভাবে বায়ুচাপের তারতম্য এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

/সিএ/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন আব্দুল কুদ্দুস
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন আব্দুল কুদ্দুস
নিগারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’
নিগারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’
আকাশ কালি দাসকে ‘পাখিবন্ধু’ পদক দিলো অ্যাপস
আকাশ কালি দাসকে ‘পাখিবন্ধু’ পদক দিলো অ্যাপস
আশঙ্কাজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর
আশঙ্কাজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা