X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আজ ঢাকা আসছেন সুষমা স্বরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ১৯:৩৫আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ০০:০০

 

সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ  রবিবার (২২ অক্টোবর) দুই দিনের সফরে ঢাকা আসছেন । দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছাবেন। এর আগে চলতি মাসের প্রথমার্ধে দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি ও ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব ঢাকা সফর করেন।   

ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কনসালটেটিভ কমিশনের চতুর্থ বৈঠকে অংশ নেবেন সুষমা স্বরাজ। সঙ্গে থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর।তার সফরকালে ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভারতের লাইন অব ক্রেডিটের মাধ্যমে বাস্তবায়িত ১৫টি প্রকল্পের উদ্বোধন করা হবে। এছাড়া আশা করা হচ্ছে, সফরকালে সুষমা স্বরাজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।

এটি তার দ্বিতীয় দ্বিপক্ষীয় বাংলাদেশ সফর। এর আগে তিনি ২০১৪ সালে ঢাকা সফর করেন।

সরকারের একাধিক কর্মকর্তা জানান, এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় যে বিষয়গুলো আলোচিত হয়েছিল, সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ আলাপ করতে আগ্রহী।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এপ্রিল মাসের সফরের অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।’ রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ১৯৭১ সাল থেকে ভারত আছে। ভবিষ্যতেও থাকবে। রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য সমস্যা। এটি নিয়ে ভারতের সঙ্গে আলোচনার  সুযোগ আছে।’

উল্লেখ্য, ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন শুরু হলে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে পালিয়ে আসা শুরু করে। এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে। এর আগে থেকে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল।

সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এবারের সফরে দু’টি সমঝোতা স্মারকের সম্ভাবনা আছে। এরমধ্যে একটি ডিজেল সরবরাহ সংক্রান্ত, অন্যটি বাংলাদেশ বেতার ও ভারতের বেতার সংক্রান্ত সমঝোতা স্মারক।

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি