X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দু’দিনের বৃষ্টিতে সবজির দাম দ্বিগুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১৩:০২আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৩:২১

কাঁচাবাজার (ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত)

গত দুদিন টানা বৃষ্টির কারণে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। প্রতি কেজি ৪০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হওয়া সবজিগুলো এখন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেড়ে গেছে পেঁয়াজ, মরিচ ও মুরগির দাম। তবে গরু ও খাসির মাংসের দাম আগের মতোই আছে। রবিবার (২২ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট ও সাত মসজিদ বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

মোহাম্মদপুর টাউন হলের সবজি ব্যবসায়ীরা জানায়, আগের দাম ৩০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে পেঁপে। বাকি সব সবজির দাম বেড়েছে। কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। ২০০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে। দেশি জাতের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। ৫০ থেকে বেড়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।  

বাজার ঘুরে দেখা গেছে, এছাড়া কেজিপ্রতি শিমের দাম ১৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, অন্য জাতের বেগুন ৮০ টাকা, ঝিঙা ৭০ টাকা, পটল ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, মুলা ৮০ টাকা, কাকরোল ৮০ টাকা ও শসা কেজিপ্রতি ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি টমেটোর দাম এখন ১২০ থেকে ১৩০ টাকা, গত সপ্তাহে ছিল ১০০ টাকা। বাজারে ১০০ টাকার শিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকায়। প্রতি হালি কাঁচা কলার দাম ৩০ টাকা।

পেঁয়াজ-রসুন বিক্রেতা নুরু মোল্লা জানান, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিল ৫০ টাকা। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

সবজি ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, প্রায় সব সবজির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। তবে শীতের সবজি বাজারে আসা শুরু হলে সবজির দাম একেবারেই কমে যাবে।

কাঁচা মরিচের দাম বেশি বেড়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘মরিচের সরবরাহের চেয়ে চাহিদা বেশি। কাওরান বাজারে সকালে প্রতি পাল্লা ৪০০ টাকা দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ দুই থেকে তিন ঘণ্টা পর সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা দরেও বিক্রি হয়েছে। তাই খুচরা বাজারে দাম বেশি। আগের সপ্তাহে ৪০ টাকা দরে বিক্রি করা লাউ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে এখন। 

ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে যা ১২৫ থেকে ১৩৫ টাকায় বিক্রি হয়েছে গত সপ্তাহে। ব্রয়লার মুরগির দাম বাড়ালেও গরু ও খাসির মাংসের দাম আগের মতোই আছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫২০ টাকায় ও খাসির মাংসের কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা।

 

/এসএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?