X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যারা রাখাইন থেকে এসেছে তাদের ফেরত যেতে হবে: সুষমা স্বরাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ১৮:৪১আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০২:৩৩

বৈঠক শেষে বক্তব্য রাখছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ (ছবি- সাজ্জাদ হোসেন) মিয়ানমারের রাখাইন থেকে যারা বাংলাদেশে এসেছে, তাদের ফেরত যেতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ রবিবার (২২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে চতুর্থ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক শেষে তিনি বলেন, ‘রাখাইনে চলমান সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান দরকার। এই সমস্যা সমাধানের জন্য রাখাইন থেকে যারা বাংলাদেশে এসেছে, তাদের ফেরত যেতে হবে। এটা পরিষ্কার যে যখন এসব বাস্তুচ্যুত মানুষ রাখাইনে ফেরত যাবে তখনই স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। তাই, রাখাইন সমস্যার সমাধানের জন্য সেখানকার আর্থ-সামাজিক উন্নতি দরকার। সেটি করতে ভারত তৈরি আছে।’
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। বৈঠক শেষে তিনি বলেন,‘রোহিঙ্গা সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খোঁজার জন্য আমরা চেষ্টা করছি যেন রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে পারে। সেজন্য আমি ভারতের প্রতি আহ্বান জানাই, তারা যেন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে।’ এসময় তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দেওয়ায় ভারতকে ধন্যবাদ জানান।

দুই পররাষ্ট্রমন্ত্রীর করমর্দন (ছবি- সাজ্জাদ হোসেন) বৈঠকে বাংলাদেশ-ভারতের পানি সহযোগিতা নিয়ে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘পানিসম্পদ আমাদের দুই দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করার উপাদান হিসেবে কাজ করবে। আমরা তিস্তাসহ দুই দেশের যৌথ নদীগুলোর পানিবণ্টন নিয়ে আলোচনা করেছি। আমরা ভারতকে মনে করিয়ে দিয়েছি, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আমাদের দুই সরকারের সময়েই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে।’
পানিবণ্টন চুক্তি বিষয়ে সুষমা স্বরাজ বলেন, ‘আমাদের দুই দেশের ভেতরে কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা এগুলো নিয়ে কাজ করছি।’
আরও পড়ুন-
সুষমা স্বরাজ ঢাকায়
সোমবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জর্ডানের রানি

/এসএসজেড/টিআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা