X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৩:১৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৩:৪৯





তারেক রহমান (ফাইল ফটো) রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।


জানা গেছে, তারেক রহমানসহ এ মামলায় মোট চারজনকে আসামি করা হয়। অপর আসামিরা হলেন- একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, স্পেশাল করেসপন্ডেন্ট কনক সারওয়ার এবং সিনিয়র রিপোর্টার মাহাথির ফারুকী খান।
সোমবার সকালে আসামি কনক সারওয়ারের আইনজীবী মো. নজরুল ইসলাম আদালতে সময়ের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, কনক সারওয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। এ জন্য তার সময়ের আবেদন মঞ্জুর করা হোক।
শুনানি শেষে আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আর মাহাথির ফারুকীর খানের পক্ষে কেউ আবেদন না করায় পলাতক দেখিয়ে তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
এ মামলার অন্য আসামি ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে পূর্বশর্তে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। এছাড়া আদালত আগামী ২০ নভেম্বর তারেক রহমানসহ তিন আসামিকে গ্রেফতার করা গেল কিনা-এ মর্মে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য ইটিভিতে সরাসরি প্রচার করার অভিযোগে ৮ জানুয়ারি চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার বাদী তেজগাঁও থানায় এসআই বোরহান উদ্দিন। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইমদাদুল হক। 

আরও পড়ুন: 

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা মোবাইল ফোন কেনার জন্য পাচ্ছেন অর্ধলক্ষ টাকা


/এআইটি/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়