X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সংবিধান বিরোধী হলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৪:০৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৪:২৫

নির্বাচন ভবন

নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনও রাজনৈতিক দলের গঠনতন্ত্র দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিনা তা খতিয়ে দেখতে বলেছেন নারীনেত্রীরা। কোনও দলের গঠনতন্ত্র দেশের সংবিধান বিরোধী হলে তাদের নিবন্ধন বাতিলের সুপারিশ করেছেন তারা। সোমবার (২৩ অক্টোবর) নির্বাচন কমিশন (ইসি)-এর সঙ্গে অনুষ্ঠিত সংলাপে নারী নেত্রীরা এ সুপারিশ করেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে সোমবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় ১৪ জন নারীনেত্রী অংশ নেন।

সংলাপ শেষে নারী প্রগতি সংঘের এক্সিকিউটিভ ডিরেক্টর বেগম রোকেয়া কবির বলেন, ‘আমরা জেনেছি, অনেক রাজনৈতিক দল তাদের কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বাধ্যবাধ্যকতা তুলে দিতে বলেছে। আমরা বলেছি, এটা দেশের সংবিধান বিরোধী। কেউ যদি এ ধরনের প্রস্তাব দিয়ে থাকেন তাহলে তাদের দলীয় গঠনতন্ত্র খতিয়ে দেখতে হবে এবং সংবিধান বিরোধী হলে তাদের নিবন্ধন বাতিল করতে হবে।’

প্রিপ ট্রাস্ট এর নির্বাহী পরিচালক অ্যারোমা দত্ত বলেন, ‘নির্বাচনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণমাধ্যম যাতে সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে পারে সেটা নিশ্চিত করা প্রয়োজন।’

নারীনেত্রী ফরিদা ইয়াসমিন বলেন, ‘দেশে মোট ভোটারের ৫২ শতাংশ  নারী। নির্বাচনের সময় তাদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। নারীদের ক্ষেত্রে ধর্মের দোহাই ও টাকার ব্যবহার বেশি হয়। এগুলো বন্ধ করতে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।’

নারী পক্ষের রিনা সেন গুপ্ত নির্বাচনে না-ভোটের বিধান চালু করার প্রস্তাব দিয়েছেন।  

সংলাপে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি ও নারীদের সরাসরি নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে ইসি’র তিন মাসব্যাপী সংলাপ শেষ হচ্ছে।

 

আরও খবর:
ইসি'র সংলাপে নারীনেত্রীদের সাড়া কম

সিপিএ সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা

‘এক তর্জনীর নির্দেশ, স্বাধীন হলো বাংলাদেশ’

রাখাইনে সেনা-তাণ্ডব থামেনি, পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে রোহিঙ্গারা

 

 

 

 

 

 

 

 

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা