X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২০১৬-১৭ অর্থবছরে জনশক্তি রফতানি বাড়লেও কমেছে রেমিট্যান্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৫:১০আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৬:৫১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক ২০১৬-১৭ অর্থবছরে দেশের জনশক্তি রফতানি বাড়লেও এই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ কমেছে। গত অর্থবছরে জনশক্তি রফতানি আগের অর্থবছরের তুলনায় বেশি ছিল ৩০ শতাংশ। তবে এই অর্থবছরে আগের বছরের তুলনায় রেমিট্যান্স প্রবাহ কম ছিল ১৪.৪৮ শতাংশ। মন্ত্রিপরিষদের বৈঠকের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তেজগাঁওয়ের কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ব্রিফিং করেন সচিব।
ব্রিফিংয়ে সচিব জানান, আজকের বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০১৬-১৭ অর্থ বছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৬-১৭ অর্থবছরে দেশের রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৮৪৬৮ বিলিয়ন মার্কিন ডলার। এসময় ট্যাক্স আদায় হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২৭৩ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৭.৭ শতাংশ বেশি।
মন্ত্রিপরিষদের বৈঠক সচিব জানান, এই অর্থবছরে আগের তুলনায় মাথাপিছু আয়ও বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরে যেখানে মাথাপিছু আয় ছিল ১৪৬৫ মার্কিন ডলার, সেখানে ২০১৬-১৭ অর্থবছরে মাথাপিছু আয়ের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৬০২ মার্কিন ডলার। এছাড়া, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৪ শতাংশ, যা আগের বছর ছিল ৭.১১ শতাংশ।
এদিকে, মন্ত্রিসভায় উপস্থাপন করা প্রতিবেদনে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে জনশক্তি রফতানি হয়েছে ৮ লাখ ৯৪ হাজার ৫৪ জন, যা আগের অর্থবছরের তুলনায় ৩০ শতাংশ বেশি। তবে জনশক্তি রফতানি বাড়লেও এই অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কমেছে আগের অর্থবছরের তুলনায় ১৪.৪৮ শতাংশ।
জনশক্তি রফতানি বাড়লেও রেমিট্যান্স প্রবাহ কেন কমেছে এবং বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে কিনা, তা জানতে চাওয়া হয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে। তিনি বলেন, ‘বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিরা জানিয়েছেন, সার্বিকভাবে রেমিট্যান্স প্রবাহ কমলেও প্রকৃতপক্ষে বিদেশি আয় কমেনি। রেমিট্যান্স প্রোপার চ্যানেলে না এসে অন্য চ্যানেলে আসার পরিমাণ বেড়ে গেছে। এগুলোকে হিসাবে অন্তর্ভুক্ত করা যায়নি বলেই রেমিট্যান্স প্রবাহ কম পাওয়া গেছে।’
মন্ত্রিসভার বৈঠকের বরাত দিয়ে ভোলার শাহবাজপুরে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

/এসআই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়