X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিঙ্গা সমস্যার দ্বিপক্ষীয় সমাধান চায় চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ২১:৫৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২২:১৯

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক চীন চাচ্ছে রোহিঙ্গা সমস্যা দ্বিপক্ষীয়ভাবে সমাধান হোক। তাদের এই প্রস্তাবের বিপরীতে মিয়ানমার বিশ্বাসযোগ্য প্রতিবেশী নয়, এমন ঈঙ্গিত দিয়েছে বাংলাদেশ।
বুধবার (২৫ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত সান গোসিয়াং এর সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
তিনি বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। এর আগেও উনি (সান গোসিয়াং ) ছয় মাস আগে এসেছিলেন। আমি বলেছি, ছয় মাস আগে আপনি যখন এসেছিলেন, তখন চার লাখ (রোহিঙ্গা) ছিল, এখন এক মিলিয়ন হয়েছে। এটি হলো বাস্তবতা।’
পররাষ্ট্র সচিব বলেন, ‘তিনি (চীনের দূত) বলেছেন যে, তাদের (মিয়ানমার) ফিরিয়ে নেবার যে ইনটেনশন, যে কমিটমেন্ট সেটি আগের থেকে স্ট্রংগার। আমরা বলেছি, সেটি যখন ঘটবে তখন দেখবো।’
চীন দ্বিপক্ষীয়ভাবে সমস্যার সমাধান চায় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তারা চাচ্ছে এটি দ্বিপাক্ষিকভাবে সমাধান হোক।’

বাংলাদেশ নিরাপত্তা পরিষদে চীনের সমর্থন চেয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘যে যে জায়গায় সমর্থন চাওয়ার দরকার সব জায়গায় সমর্থন চেয়েছি।’

তিনি বলেন, ‘আমরা কিছু ইতিবাচক চিহ্ন দেখছি, ওনারাও দেখছেন। উনি মিয়ানমারে ফেরত যাবেন এবং আমাদের অবস্থান ব্যাখ্যা করবেন।’

তিনি আরও বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আমাদের কোনও গণ্ডগোল নেই। আমাদের মধ্যে একটাই সমস্যা এবং সেটি হলো মিয়ানমার ন্যাশনাল যারা এসেছে, তাদের ফেরত নিতে হবে। প্রকৃতপক্ষে এক পয়েন্ট এজেন্ডা।’

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমি বলেছি, এটি আমাদের ওপর বিরাট বোঝা। মানবিক কারণে আমাদের প্রধানমন্ত্রী তাদের থাকতে দিয়েছেন। কিন্তু এটি দীর্ঘায়িত হতে পারে না।’

এ বিষয়ে চীনের অবস্থান কী জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘চীন বলেছে- মিয়ানমারও তাদের বন্ধু। বাংলাদেশও তাদের বন্ধু। দুই বন্ধুর সঙ্গে কাজ করে তারা শান্তিপূর্ণ সমাধান করতে চায়।’

চীন আান্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আছে কিনা প্রশ্নে পররাষ্ট্র সচিবের জবাব,‘এটি তো আমি বলতে পারবো না।’

চীন এ সমঝোতা করবে কিনা এই প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, আমার মনে হয় মধ্যস্থতা করার প্রশ্ন এখানে আসেনি। তারা চাচ্ছে- শান্তিপূর্ণভাবে এটি সমাধান হয়ে যাক এবং আমরাও তো মিয়ানমারের সঙ্গে কথা বলছি ।’

প্রশ্ন ছিল- চীন  নতুন কোনও বার্তা দিয়েছে?

উত্তরে এম শহীদুল হক বলেন,  ‘তারা উদ্বিগ্ন। এই ঘটনা এই এলাকার জন্য, এশিয়ার জন্য ভালো না, এটি বোঝা যাচ্ছে। তা না হলে উনি এভাবে সফর করতেন না।’

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
স্বাস্থ্য সহকারী পদে লিখিত পাস করে মৌখিকে প্রক্সি দিতে এসে ধরা
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
একক নয়, বাকশাল ছিল একটি জাতীয় দল: ওবায়দুল কাদের
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন পুতিন
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান