X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ধুলাবালি প্রতিরোধে প্রতিদিন সড়কে পানি ছিটাবে ডিএসসিসি: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ১৮:০৯আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৯:৫৪

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়কে গাড়ি দিয়ে পানি ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন

ঢাকা সিটি করপোরেশনের ৫০ কিলোমিটার সড়কে প্রতিদিন পানি ছিটানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘এ সব সড়কে সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এবং দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯টি বড় গাড়ি করে পানি ছিটানোর হবে। বাকি অনেক সড়ক রয়েছে, যেগুলো অপেক্ষাকৃত অনেক সরু। সে সড়কগুলোয় আমাদের এসব গাড়ি ঢুকতে পারবে না। এ জন্য আমরা ওইসব রাস্তায় পানি ছিটাতে আপাতত পারছি না।’বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়কে গাড়ি দিয়ে পানি ছিটানোর কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘কনস্ট্রাকশন কাজসহ বিভিন্ন কারণে নগরীতে প্রতিনিয়ত ধুলাবালি জমে। এ কারণে অনেক রোগের সংক্রমণ ঘটে। এলার্জি, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগতে হয় নগরবাসীকে। বিশেষ করে শিশুদের জন্য ধুলাবালু বেশি ক্ষতি করে। এ জন্য বায়ু যেন দূষিত না হয়, আমরা প্রতিদিন দুই বেলা সড়কে পানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, ‘আমাদেরও এমন অনেক বিষয় আছে, যেখানে উত্তরের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে যদি উত্তর সিটি করপোরেশন চায়, আমরা তাদের সহযোগিতা করব।’
ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ‘আমাদের যদি ছোটখাটো ত্রুটি থাকে, আপনারা সেগুলো তুলে ধরবেন। আমরা সংশোধন করে নেব। সমাধান করার চেষ্টা করব।’

যেসব এলাকায় পানি ছিটানো হবে, সেসব এলাকার মধ্যে দক্ষিণ সিটির অঞ্চল-১-এর বাংলামটর হয়ে শাহবাগ-শিক্ষাভবন ও জিরো পয়েন্ট হয়ে বঙ্গভবন। ধানমন্ডি ২৭ থেকে ল্যাবএইড হয়ে নীলক্ষেত। ২৭ নম্বর রোডের মাথা থেকে সাত মসজিদ রোড হয়ে বিজিবি গেট হয়ে সিটি কলেজ। মগবাজার চৌরাস্তা ফ্লাইওভার থেকে কাকরাইল-হেয়ার রোড হয়ে মিন্টু রোড মোড় ও এলিপ্যান্ট রোড।

অঞ্চল-২-এর মধুমতি সিনেমা হল থেকে নটরডেম কলেজ-আইডিয়াল স্কুল কলেজ হয়ে শাহজাহানপুর মোড়। খিলগাঁও ফ্লাইওভার হয়ে ফকিরাপুল ও দৈনিক বাংলা হয়ে বঙ্গভবন-মতিঝিল শাপলা চত্বর।

অঞ্চল-৩-এর নীলক্ষেত ইডেন কলেজের রাস্তা থেকে আজিমপুর চৌরাস্তা পর্যন্ত উভয় পাশ। আজিমপুর চৌরাস্তা থেকে আজিমপুর কবরস্থান রোড। আজিমপুর চৌরাস্ত থেকে এতিমখানা হয়ে অঞ্চল-৩-এর কার্যালয়। পলাশী চৌরাস্তা হতে লালবাগ ছাতা মসজিদ হয়ে ঢাকেশ্বরী মন্দিরের রাস্তা থেকে বকশীবাজার আলীয়া মাদরাসা হয়ে বদরুন্নেসা কলেজের রাস্তা।

অঞ্চল-৪-এর গুলিস্তান থেকে নর্থ সাইথ রোড হয়ে সদরঘাট। ইংলিশ রোড হতে বাবুবাজার ব্রিজ হয়ে সাদেক হোসেন খোকা মাঠ। অঞ্চল-৫-এর বঙ্গভবন থেকে ইত্তেফাক এবং র‌্যাব-৩ হয়ে জয়কালী মন্দির। মানিকনগর থেকে গোলাপবাগ র‌্যাব-১০ এবং ডিএসসিসির যান্ত্রিক-২ হয়ে সায়দাবাদ ব্রিজ। যাত্রাবাড়ী থেকে রাজধানী মার্কেট রাস্তার উভয় পাশ ও শহীদ ফারুক সড়ক এবং জুরাইন রেলগেট থেকে দয়াগঞ্জ মোড় এবং ধোলাইখাল হয়ে পোস্তাগোলা। 

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আইইউবিতে অনুষ্ঠিত হলো জলবায়ু বিজ্ঞানী সালিমুল হক স্মারক বক্তৃতা
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহে থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে