X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বেশি দুর্নীতি হয় তহসিল অফিসে: দুদক কমিশনার

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ২০:৩০আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২০:৩১

 

দুদক দেশের ভূমি অফিসগুলোয় যথেষ্ট দুর্নীতি আছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সবচেয়ে বেশি দুর্নীতি হয় তহসিল অফিসে। এরপর রয়েছে এসি ল্যান্ড অফিস ও সাব রেজিস্ট্রার অফিস। দলিল লেখকরা দুর্নীতির চরম সীমানায় পৌঁছে গেছে। তহসিলদার, সাবরেজিস্ট্রার, সেটেলার সার্ভে সেটেলমেন্ট অফিসাররা বেশি দুর্নীতিগ্রস্ত।’ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন দফতর, অধিদফতর, বোর্ড ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন, ‘মানুষ এখনও ভূমি বিষয়ে অভিযোগ জানাতে এসে চোখের জল ফেলে। সেটেলমেন্ট, নামজারি, সার্ভে জরিপ, খাজনা পরিশোধ ও রেজিস্ট্রেশনের সময় যথেষ্ট দুর্নীতি হয়। দেশের মাঠ পর্যায়ে ৭০টি গণশুনানি করে জনসাধারণের কাছ থেকে এ সংক্রান্ত হাজারও অভিযোগ পেয়েছি।’  তিনি  বলেন, ‘দেশের ভূমি অফিসগুলো হচ্ছে একমাত্র জায়গা, যেখানে সেবা না পেয়ে মানুষ  হয়রানির শিকার হয়।’ 

ড. নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা চাই। দুদক দুর্নীতি প্রতিরোধে কাজ করছে। জমি সংক্রান্ত নানা অভিযোগ আমরা মাঠপর্যায় থেকে পাচ্ছি। মানুষ দেশের ভূমি অফিসগুলো থেকে সেবা পাচ্ছে না। মাঠপর্যায়ে জমি বিষয়ে অভিযোগ শুনতে গণশুনানি করতে গিয়ে মানুষের চোখের জল দেখে এসেছি।’ তিনি বলেন, ‘সাবরেজিস্ট্রি অফিস খামখেয়ালিতে চলে। তারা স্বচ্ছভাবে কাজ করে না। তারা কোনও আইন মানে না। তারা একজনের জমি অন্যের নামে লিখে দেয়। জমির দলিলে ত্রুটি থাকলে অপদখলকারীরা এর সুযোগ নেবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, ‘মন্ত্রণালয়কে ১৬টি সুপারিশ দিয়েছি। সেগুলো বাস্তবায়িত হলে মানুষ অনেক সেবা পাবে। মানুষের হয়রানি কমবে।’

এ প্রসঙ্গে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ‘ভূমি অফিসের দুর্নীতি উত্তরাধিকারসূত্রে পাওয়া। এগুলো আমরা পেয়েছি অতীতের শাসকদের কাছ থেকে। কখনও জংলি শাসন, কখনও জঙ্গি শাসন, কখনও সামরিক শাসন থেকে পেয়েছি। আমরা কাজ করছি। আশা করি, ১০ বছর পর দেশের ভূমি নিয়ে কেউ কোনও অভিযোগ করতে পারবেন না।’ তিনি বলেন, ‘দেশের ভূমি অফিসগুলোয় অনিয়ম দুর্নীতি আছে। মানুষের ভোগান্তি আছে। অফিসগুলো থেকে ভোগান্তি দূর করতে না পারলে শতভাগ দুর্নীতি দূর করা সম্ভব হবে না। দুদক যে সুপারিশ দিয়েছে, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছি। পদ্ধতিগুলো ডিজিটাল করছি।’

জানতে চাইলে ভূমি সচিব আব্দুল জলিল বলেন, ‘এ পর্যন্ত মাঠ পর্যায়ে তহসিলদার, কানুনগোপর্যায়ে আমরা অভিযোগ পেয়েছি ৭৫টি। এরমধ্যে শাস্তি হয়েছে ২৫টির। আর অভিযোগ নিষ্পত্তি হয়নি ২১টির। বাকিগুলো অব্যাহতি পেয়েছে। আর জরিপের ক্ষেত্রে অভিযোগ পেয়েছি ১৫৫টি। এর মধ্যে শাস্তি হয়েছে ৫৭টির।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, দুদকের মহাপরিচালক আসাদুজ্জামান প্রমুখ।

 

 

/এসআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী