X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

লিট ফেস্টকে কেন্দ্র করে সংস্কৃতির বিনিময় ঘটছে: শামীম রেজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৭, ১৯:৩৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ২০:৪৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি শামীম রেজা ঢাকা লিট ফেস্টকে কেন্দ্র করে অন্য দেশের সংস্কৃতির সঙ্গে আমাদের দেশের সংস্কৃতির বিনিময় ঘটছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি শামীম রেজা। তিনি বলেন, ‘গত সাত বছর ধরে এই সাহিত্য উৎসবের মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতির বিনিময় আমরা করতে পারছি। এটা আমাদের অনেক বড় একটি অর্জন। এর মাধ্যমে ক্রমেই আমরা সাফল্য পাচ্ছি।’
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত ‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে শামীম রেজা এসব কথা বলেন। ১৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সাহিত্যিকদের মিলনমেলা ‘ঢাকা লিট ফেস্ট’কে সামনে রেখে এই বিশেষ বৈঠকির আয়োজন করা হয়।
বৈঠকিতে শামীম রেজা আরও বলেন, ‘ঢাকা লিট ফেস্টের অন্যতম আকর্ষণ হলো বিদেশি সাহিত্যিকদের লেখার অনুবাদ। এই অনুবাদে পাঠকরা অনেক বেশি গুরুত্ব দেয়। এই ফেস্টকে কেন্দ্র করে এখন অনেকগুলো প্রতিষ্ঠান বিভিন্ন ভাষার উপন্যাস অনুবাদ করছে। এর মধ্যে ঢাকা ট্রান্সলেশন সেন্টার নামে একটি প্রতিষ্ঠানও গড়ে উঠেছে। এছাড়াও অনেকগুলো প্রতিষ্ঠানই এই কাজগুলো করে যাচ্ছে। আর এগুলো লিট ফেস্টকে সামনে রেখেই শুরু হয়েছে। এছাড়া ক্রমেই আমরা আমাদের আয়োজনের দুর্বলতা কাটিয়ে উঠছি। যেটুকু দুর্বলতা আছে, তা আগামীতে আর থাকবে না।’ সব মিলিয়ে ঢাকা লিট ফেস্ট এক অভাবনীয় সাফল্য বলে মনে করেন এই কবি ও শিক্ষক।
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন সাহিত্যিক আনিসুল হক, দৈনিক আমাদের অর্থনীতির নির্বাহী সম্পাদক ও কবি মাসুদা ভাট্টি, ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায্ ও আহসান আকবার, সাহিত্যিক অদিতি ফাল্গুনী এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকি সরাসরি সম্প্রচার করা হয় এটিএন নিউজে। এছাড়া, বাংলা ট্রিবিউনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হয় বৈঠকি। বৈঠকির খবর পড়তে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।
আরও পড়ুন-

‘সীমানাই যখন কেন্দ্র’ শীর্ষক বৈঠকি শুরু
সাহিত্যের কোনও সীমানা নেই: জুলফিকার রাসেল
লিট ফেস্টে আমার স্বপ্নের লেখককে দেখতে পাবো: অদিতি ফাল্গুনী
বিদেশি লেখকদের আমন্ত্রণ জানালে তারা খুব খুশি হন: আহসান আকবার
লিট ফেস্টে এলে চমৎকার অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারবেন: সাদাফ সায্‌
দেশি লেখকদেরও যেন বিদেশি লেখকদের সমান গুরুত্ব দেওয়া হয়: আনিসুল হক

অনেক টানাপড়েনের মধ্যেও লিট ফেস্ট আয়োজনের বিষয়টি ইতিবাচক: মাসুদা ভাট্টি

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া