X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যে কারণে সমাজে বাড়ছে অসহিষ্ণুতা

উদিসা ইসলাম
১৬ নভেম্বর ২০১৭, ১২:২৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৫:২৪

যে কারণে সমাজে বাড়ছে অসহিষ্ণুতা রাজধানীতে চলতি মাসের শুরুতেই মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে দুই জোড়া খুন হয়েছে। ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলে খুন হন মা ও ছেলে। এই খবরের রেশ কাটতে না কাটতেই পরদিন সকালে খবর পাওয়া যায় বাড্ডায় খুন হয়েছেন বাবা ও মেয়ে। দুটি হত্যাকাণ্ডই পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি নিয়ে বিরোধ থেকে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। রাজধানীতে বিভিন্ন সময় এলাকায় এলাকায় গ্যাং কালচারে প্রাণ গেছে একাধিক কিশোরের। খেলার ও পড়ার সাথীরা পরস্পরের প্রতি ক্রমেই যেন অসহিষ্ণু হয়ে উঠছে।
সমাজ ও মনোবিশ্লেষকরা বলছেন, যৌথ পরিবার থেকে একক পরিবারে যাওয়া, কর্মক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা, মানবিক পরিবেশ হারিয়ে যাওয়া, তথ্যপ্রযুক্তির ব্যবহারের সঙ্গে যাপিত জীবনের অসামঞ্জস্যতা সমাজকে অস্থির করে তুলেছে। মানুষ সমঝোতা শব্দটির ভুল ব্যাখ্যা করে অসহিষ্ণু হয়ে উঠছে বলেই জীবন সহিংস রূপ পাচ্ছে।
সমাজের অস্থির এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা দিবস। পৃথিবীর সব মানুষের শান্তিপূর্ণভাবে জীবনযাপন নিশ্চিত করতে ইউনেস্কো আন্তর্জাতিক সহনশীলতা দিবস প্রবর্তন শুরু করে। নব্বইয়ের দশকের প্রথম দিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সহিংসতা বৃদ্ধির আশঙ্কায় ইউনেস্কো এ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। 

বাংলাদেশ পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, এ বছর অক্টোবর মাস পর্যন্ত সারাদেশে তিন হাজার খুন ও ১৫ হাজারের বেশি নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, এটি মামলা সংখ্যা বিবেচনায় নথিভুক্ত। এর বাইরে আরও অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে– যেগুলো নথিভুক্ত হয় না। রোজকার চলার পথের এই অসহিষ্ণুতার প্রকাশ দিন দিন মানুষকে পরস্পরের কাছ থেকে দূরে নিয়ে যাচ্ছে বলেও মত দেন মনোবিশ্লেষকরা।
বাংলাদেশের মানুষের সহনশীলতা থাকার কোনও কারণ নেই মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নেহাল করিম বলেন, ‘আমাদের মতো দেশে এ ধরনের দিবস হাস্যরসের বিষয় হয়ে ওঠে– যখন কিনা সবার মৌলিক অধিকারই নিশ্চিত হয়নি। ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক সিগন্যালে বসে, চড়ামূল্যে বাজার করে, সবসময় প্রতারিত বোধ করে মানুষ সহনশীল হবে কী উপায়ে?’
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ক্ষমাশীলতা, দয়া, দাক্ষিণ্য উচ্চতর মানবিক গুণ– যা অর্জন করতে হয়। তিনি আরও বলেন, মানুষের সুকুমার বৃত্তিগুলো বেড়ে ওঠার ওপর নির্ভর করে, পরে সামাজিক কাঠামো, মূল্যবোধের ওপর নির্ভর করে তৈরি হয়। বর্তমানে ঘরে বাইরে, রাস্তায়, কাজের জায়গায় অসহিষ্ণুতার উপাদানগুলো সক্রিয় আছে। ভুলে গেলে চলবে না মানসিক গঠনের জন্য মানবিক পরিবেশ দরকার। সেটি আমরা ধরে রাখতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি নিজের সঙ্গে নিজে শান্তিতে না থাকি, আমার কাছ থেকে সহিষ্ণুতা আশা করতে পারবেন না।’ পারিবারিক যে হত্যাগুলো ঘটছে সেগুলো কোন পর্যায়ে গেলে মানুষ করে–এ প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সমঝোতা করতে আমরা আগ্রহী নই। সুস্থ পারিবারিক জীবনের জন্য সমঝোতা বিষয়টি বুঝতে হবে। আমরা ক্রমশ লোভী, ভোগবাদী, স্বার্থপর হয়ে যাচ্ছি এবং কারণে অকারণে উগ্রতা প্রদর্শন করছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের মানসিক অশান্তি নানা কারণে তৈরি হচ্ছে। পরিবারের সদস্যরা পরস্পরকে কোয়ালিটি টাইম দেয় না। নানামুখী সামাজিক চাপ সহ্য করতে সবাই সমান পারদর্শী হবে তা নয়। অর্থাৎ, আমাদের সমাজে অসহিষ্ণুতার নানা উপাদান রয়েছে। চারপাশের অযৌক্তিক প্রতিযোগিতা, অস্থিরতা মানুষকে অধৈর্য করে তুলছে।’
আমরা সভ্যতার বিচারে আবারও পেছনের দিকে হাঁটছি কিনা প্রশ্ন তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানুষ একে অপরের সঙ্গে লড়াই করেই টিকে থাকতো। এক সময় সে সভ্য হলো, বুঝতে শিখল মারামারি করে লাভ নেই। তখন হিংসা-মারামারি কমে এলেও আমরা আবারও পেছনের দিকে যাচ্ছি। যারা অন্যের প্রতি সহিংস আচরণ করছে, তখন সেটা সংস্কৃতির অংশ হয়ে উঠছে। সমাজে সুস্থতার চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা, গণতন্ত্রের চর্চার অভাব হলে এরকমই হওয়ার কথা।’ পারস্পারিক শ্রদ্ধাবোধ, সেন্স অব কমিউনিটি গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা