X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

টিটু রায়কে না ধরলে কিভাবে প্রমাণ করবো তিনি নির্দোষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৩:৫৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৩:৫৬

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল যার ফেসবুক আইডি থেকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগ তুলে রংপুর সদর উপজেলার ঠাকুরপাড়ায় হামলা চালানো হয়েছে সেই টিটু রায়কে গ্রেফতারের কারণ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘টিটু রায়কে না ধরলে (গ্রেফতার) আমরা কিভাবে প্রমাণ করবো যে তিনি নির্দোষ।’

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস পালন উপলক্ষে নিরাপত্তা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৪/৫ বছর আগে থেকেই টিটু রায় এলাকায় থাকতেন না বলে আমরা জেনেছি। তবে তিনি যে ফোনটি ব্যবহার করতেন সেটার মাধ্যমেই ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়। বিষয়টি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। যদি টিটু রায়ের সম্পৃক্ততা না থাকে তবে তিনি খালাস পাবেন। আর যদি সম্পৃক্ততা থাকে তবে তার বিচার হবে।’

ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় গণগ্রেফতারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গণহারে গ্রেফতার করছি না। আমরা যাচাইবাছাই করে গ্রেফতার করছি। হামলার ঘটনায় কোনও ভিডিও পাওয়া না গেলেও ছবি দেখে চিহ্নিতদের গ্রেফতার করা হচ্ছে।’

ফেসবুকে কোনও কিছু দেখার সঙ্গে সঙ্গে কাউকে গ্রেফতার না করতে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু যখন কোনও ধর্ম অবমাননার প্রমাণ পাই তখনই গ্রেফতার করি।’

উল্লেখ্য, ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাসের অভিযোগ তুলে গত ১০ নভেম্বর টিটু রায়ের গ্রাম ঠাকুরপাড়ায় হামলা চালানো হয়। পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর আশেপাশের ৬-৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ঠাকুরপাড়া গ্রামে হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ছয় জন আহত হন। পরে আহতদের একজন মারা যান। ওইদিন ঠাকুরপাড়ার অন্তত ৩০টি বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয় ২০টি বাড়ি। হামলাকারীরা বাড়িঘরের মালামাল, বাসনপত্র, গরু-ছাগলও লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন গ্রামবাসী।

আরও পড়ুন- ঠাকুরপাড়ায় হামলার পরিকল্পনা নভেম্বরের শুরু থেকে

/এসএমএ/এসএনএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে হামাসকে আহ্বান করলেন ট্রাম্প
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
পাট খাতভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কর্মসূচি
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন