X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন: সহযোগিতা চেয়ে সব মন্ত্রণালয়কে ইসির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৯:৪৭আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৯:৪৯

 

রসিক নির্বাচন রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সিটি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে সংবিধানের ১২৬ অনুচ্ছেদ স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য বলেও উল্লেখ করা  হয়েছে।

একইসঙ্গে চিঠিতে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পরে ১৫ দিনপর্যন্ত কোনও কর্মকর্তাকে বদলি না করার জন্য নিদের্শনা দেওয়া হয়েছে।

ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন সংক্রান্ত  সব ধরনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পাদনের জন্য বিভিন্ন সরকারি দফতর, স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্তকর্তা/কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন পর্যায়ের সরকারি ও অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও নির্বাচনের দায়িত্বে থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হবে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থার স্থাপনা/অঙ্গন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। নির্বাচনি এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে এ বিষয়ে সব নির্দেশনা যথাযথভাবে পালন, নির্বাচনি আচরণবিধি ও অন্যান্য বিধিবিধান প্রতিপালন, সার্বিক সহায়তা  দেওয়া, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সহায়তায় ও নির্বাচনি কাজে দায়িত্বপ্রাপ্ত সবাইকে প্রয়োজনীয় নিদের্শনা পালনে অনুরোধ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

ইসির কর্মকর্তারা বলেন, রংপুর সিটি নির্বাচন আয়োজন সুষ্ঠুভাবে করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে রংপুর বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক