X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ২১:৩০আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ২১:৩৩

শিক্ষা মন্ত্রণালয়

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৮ সালের ভর্তিতে আবেদন ফরমের দাম ২০ টাকা বাড়িয়ে ভর্তি নীতিমালা জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০১৭’ জারি করা হয়।

নীতিমালা অনুযায়ী এবার আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। গত বছর এই দাম ছিল ১৫০ টাকা। ফরমের দাম বেড়েছে ২০ টাকা। ২০১১ সালের ৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী সেশন চার্জসহ ভর্তি ফি আদায় করা যাবে।

নীতিমালা অনুযায়ী এবারও প্রথম শ্রেণিতে ভর্তি জন্য লটারির ব্যবস্থা রাখা হয়েছে।  নির্ধারিত সময়ে কেউ ভর্তি না হলে বিদ্যালয়গুলো অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করতে হবে। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত  শূন্য আসনে লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নবম শ্রেণির ক্ষেত্রে জেএসসি ও জেডিসি পরীক্ষার ভিত্তিতে সংশ্লিষ্ট বোর্ডের প্রস্তুত করা মেধাক্রম অনুসারে নিজ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পর অবশিষ্ট শূন্য আসনে অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির জন্য কমিটি শিক্ষার্থী বাছাই করবে। অবশ্য গ্রুপ গঠনের ক্ষেত্রে প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতি অনুসরণ করতে পারবে।

বিদ্যালয়গুলোর অবস্থান, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে ভর্তি কমিটি বিদ্যালয়গুলোকে ক্লাস্টারে বিভক্ত করতে পারবে। আবেদনকারী একই প্রতিষ্ঠানে একাধিক আবেদনপত্র জমা দিলে তা বাতিল বলে গণ্য হবে।

২০১৮ শিক্ষাবর্ষে মহানগরী, বিভাগীয় শহর ও জেলা সদরের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ও আবেদনের ফি গ্রহণ এবং ফল প্রক্রিয়াকরণ ও  প্রকাশ অনলাইনে করতে হবে। উপজেলা সদরে অবস্থিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো কেন্দ্রীয় অনলাইন পদ্ধতির মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করবে। তবে নিয়ন্ত্রণ বহির্ভূত কোনও কারণে কার্যক্রম সম্পন্ন করা না হলে, কেবল উপজেলার ক্ষেত্রে কমিটির সিদ্ধান্তক্রমে তা ম্যানুয়ালি করতে হবে।

মহানগর, বিভাগীয় শহর ও জেলা সদর ছাড়া অন্য সব বিদ্যালয়ের ক্ষেত্রে ভর্তির ফরম অফিসে পাওয়া যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বা জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ভর্তির আবেদন ফরম বিতরণ ও জমার জন্য বিজ্ঞপ্তিতে সুস্পষ্ট তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে। আবেদন ফরম বিতরণ ও জমার জন্য ন্যূনতম সাত দিন সময় দিতে হবে। আবেদন ফরমের নির্ধারিত স্থানে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে সংযুক্ত করতে হবে।

বার্ষিক পরীক্ষার পরপরই প্রতিষ্ঠান প্রধানরা বিভিন্ন শ্রেণির শূন্য আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবেন এবং নির্ধারিত ছক পূরণ করে ভর্তি কমিটির কাছে প্রেরণ করবেন।

ঢাকা মহানগরীর সরকারি বিদ্যালয় সংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর মহাগরীর সব সরকারি বিদ্যালয়ের আওতাধীন ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করে সবাইকে অবহিত করবে।

মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং পাওয়া না গেলে পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ভর্তির জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা থাকার শর্তে ভর্তির ক্ষেত্রে দুই শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তান এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে কেবল সংশ্লিষ্ট কর্মস্থলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকার সাপেক্ষে দুই শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। কোনও প্রতিষ্ঠানে আবেদনকারীর সহোদর বা সহোদরা বা জমজ ভাই-বোন যদি অধ্যয়নরত থাকে, তবে আসন শূন্য থাকা সাপেক্ষে প্রয়োজনীয় যোগ্যতা থাকা সাপেক্ষে ভর্তির ক্ষেত্রে অগ্রধিকার পাবে। তবে এ সুবিধা কোনও দম্পতির দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীর আন্তঃজেলা বদলির কারণে বদলি করা কর্মস্থলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপপরিচালক অথবা জেলার উপপরিচালক নেই সেখানে জেলা শিক্ষা অফিসারের প্রত্যায়নক্রমে ভর্তি হবে। বদলিজনিত কারণে সন্তনদের ভর্তির আবেদনের সময়সীমা ছয় মাস।

আরও পড়ুন: 

প্রশ্নফাঁসের জন্য শিক্ষকদের দায়ী করলেন শিক্ষামন্ত্রী

 

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সাপ্তাহিক ছুটি কমতে পারে
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!