X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ক্ষমতাসীনরা নির্বাচন নয়, ক্ষমতা দখ‌লের দিকে যাচ্ছে: খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৭, ১৩:৪৫আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৩:৫১

আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী জাতীয় নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে ষড়যন্ত্র হ‌চ্ছে বলে অভিযোগ করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ব‌লেছেন, ‘আমরা ষড়যন্ত্র দেখ‌তে পা‌চ্ছি। এর সঙ্গে রাষ্ট্রীয় কিছু সংস্থাও জ‌ড়িত র‌য়ে‌ছে। নির্বাচন কমিশনের বক্তব্য সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। আপনারা সরকার দলীয় প্রহস‌নের নির্বাচ‌নের প্রক্রিয়ার সঙ্গে জ‌ড়িত হবেন না। কারণ ক্ষমতাসীনরা নির্বাচন নয়, ক্ষমতা দখ‌লের প্রক্রিয়ার দিকে যাচ্ছে।’ 

শুক্রবার দুপু‌রে জাতীয় প্রেসক্লাব তারেক রহমানের ৫৩তম জন্ম‌দিন উপল‌ক্ষে "আগামী প্রজ‌ন্মের নেতৃত্ব এবং তা‌রেক রহমান" শীর্ষক এ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আ‌য়োজন ক‌রে জাতীয় নাগ‌রিক সংসদ নামক এক‌টি সংগঠন।

তিনি ব‌লেন, ‘প্রতিরক্ষা বা‌হিনী‌কে আইনশৃঙ্খলা বা‌হিনী‌তে অন্তর্ভুক্ত করা না হলে, কোনও সুস্থ ম‌স্তি‌ষ্কের মানুষের পক্ষে সেই নির্বাচ‌নে যাওয়া হ‌বে বিপজ্জনক। সেই নির্বাচন দেশের মানুষের কাছে গ্রহণযেগ্য হবে না।’ 

আমির খসরু বলেন, ‘আগামী নির্বাচনের আগে সংসদ ভেঙে দি‌তে হ‌বে।  অন্যথায় নির্বাচন হ‌তে দেওয়া হ‌বে না। বিশ্বের বিভিন্ন সংদীয় গণতান্ত্রিক রাষ্ট্রে এ ব্যবস্থায় নির্বাচন হয়ে আসছে। আমাদের দেশেও একই ব্যবস্থা ছিল। আওয়ামী লীগের নেতারা বলেছেন, সংবিধানে সেনাবাহিনীর কথা উল্লেখ নেই। আমি বলবো, সংবিধান সংশোধন করা হয় মানুষের কল্যাণের জন্য। প্রয়োজনে সংবিধান সংশোধন করেন। এর আগেও নির্বাচনে সেনাবাহিনী ছিল।’

তা‌রেক রহমান তৃণমূলের নেতা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তিনি প্যারাসুড নেতা নন। সরকার তা‌রেক রহমা‌নের উপ‌স্থি‌তে ভীত। তাই তার নামে বিভিন্ন মিথ্যা মামলা দিচ্ছে।’ 

আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি ও বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য খা‌লেদা ইয়াস‌মি‌নের সভাপ‌তি‌ত্বে বক্তব্য দেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জা‌হিদ হো‌সেন, সহ সাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুণ রায় চৌধুরী, আবু না‌সের মুহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ। 

 

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার বিষয়ে আদেশ বুধবার
২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
ঘুষ কেলেঙ্কারি মামলার বিচার২০১৬ সালের নির্বাচনে দুর্নীতি করেছিলেন ট্রাম্প: প্রসিকিউটর
যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
লরিয়াস অ্যাওয়ার্ড যে পুরস্কার জিতে ফেদেরারকে ছুঁলেন জোকোভিচ 
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
একাডেমিক মান উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মাস্টার প্ল্যান’
সর্বাধিক পঠিত
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
সিলিং ফ্যান ও এসি কি একসঙ্গে চালানো যাবে?
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস