X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেলো ৪টি উড়োজাহাজ!

চৌধুরী আকবর হোসেন
১৭ নভেম্বর ২০১৭, ২০:৪১আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৭:২৭

 

মুখোমুখি অবস্থানে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেলো ৪টি উড়োজাহাজ। শুক্রবার সকালে পৃথক দু’টি ঘটনায় ৪টি উড়োজাহাজ  মুখোমুখি সংঘর্ষ হওয়ার মতো ঘটনা থেকে বেঁচে যায়। বিমানবন্দরে কর্মরত একাধিক এয়ারলাইন্সের প্রত্যক্ষদর্শী কর্মর্কতা এই তথ্য নিশ্চিত করেছেন।

একজন এয়ারলাইন্স কর্মকর্তা বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে ঢাকা থেকে কলকাতাগামী স্পাইস জেটের একটি উড়োজাহাজ। ৭৭ জন যাত্রী নিয়ে উড্ডয়নের আগে বিমানবন্দরের ট্যাক্সিওয়ে দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটির একটি চাকার বিয়ারিং ভেঙে যায় ও ধোঁয়ার সৃষ্টি হয়। বিমানবন্দরের ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনার কিছুক্ষণ পর বিমানবন্দরের দক্ষিণ পাশের ট্যাক্সিওয়ে দিয়ে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের উড়োজাহাজ রানওয়েতে প্রবেশ করে। কিছু দূর এগুনোর পর শ্রীলঙ্কান এয়ারলাইন্সের উড়োজাহাজের ওপর দিয়ে রানওয়ের উত্তর পাশে থেকে আরেকটি উড়োজাহাজ উড়ে যায়। পরবর্তী সময়ে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের উড়োজাহাজটি রানওয়ে থেকে ফিরে আসে।

এর কিছুক্ষণ পর ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ট্যাক্সিওয়ে দিয়ে এগিয়ে আসে। ঠিক একই ট্যাক্সিওয়েতে বিপরিত দিক থেকে নভোএয়ারের একটি উড়োজাহাজ এগিয়ে যায়। তবে মুখোমুখি সংঘর্ষ হওয়ার আগেই নভোএয়ারের উড়োজাহাজটি ফিরে আসে।

বিমানবন্দরে কর্মরত একটি এয়ারলাইন্সের কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দূর থেকে দেখছিলাম, রানওয়েতে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের উড়োজাহাজ এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সেই উড়োজাহাজটির ওপর দিয়ে রানওয়ের অন্য প্রান্ত থেকে ছেড়ে আসা আরকটি উড়োজাহাজ উড়ে গেলো। তার কিছুক্ষণ পরই ট্যাক্সিওয়েতে আরও দু’টি উড়োজাহাজ মুখোমুখি হতে যাচ্ছে। অবশ্য পরে একটি উড়োজাহাজ থেমে যায়। দু’টি ঘটনায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।’

এ বিষয়ে সিভিল এভিয়েশনের সদস্য (অপরেশন) মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিমানবন্দরে সব উড়োজাহাজ টাওয়ারের নিয়ন্ত্রণে থাকে। বিমানবন্দরের রাস্তা, সাধারণ রাস্তার মতো নয়। কোন উড়োজাহাজ কোন দিক দিয়ে যাবে, তা টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেই যায়। এমন কোনও ঘটনা ঘটেছে বলে মন হয় না। তবে যদি হয়েও থাকে, সেটি বিপজ্জনক কিছু নয়।’ একই পথে উড়োজাহাজগুলো গেলেই দুর্ঘটনা ঘটে যাবে, বিষয়টি এমন নয় বলেও তিনি মন্তব্য করেন।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…