X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীদের সম্পদে পরিণত করুন: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ১৯:৪৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৯:৪৭

রাষ্ট্রপতি আবদুল হামিদ (ফা্ইল ছবি) প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এজন্য তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নীতিনির্ধারক ও উন্নয়ন সহযোগীসহ সবাইকে সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন।

রবিবার (১৯ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু নভোথিয়েটারে এশিয়ান ফেডারেশন অন ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটির (এএফআইডি) ২৩তম সম্মেলন উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘এ ব্যাপারে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার অত্যাবশ্যকীয়। যদি আমরা তাদের বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সুবিধা প্রদান করতে পারি, তবে তারাও সক্ষম জনশক্তিতে পরিণত হতে পারে।’ প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘তারাও সমাজ এবং পরিবার থেকে বিশেষ যত্ন ও মনোযোগ পাওয়ার আশা করে।’

তিনি বিদ্যমান ব্যবস্থায় প্রতিবন্ধীদের প্রতি বৈষম্য দূর এবং তাদের সমান সহযোগিতা দিতে রাষ্ট্রের সব পর্যায়কে অবিলম্বে বিশেষ মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘প্রখ্যাত সমাজকর্মী হেলেন কেলার, বিখ্যাত ব্রিটিশ কবি জন মিল্টন এবং শিক্ষাবিদ লুই ব্রেইল অন্ধ ছিলেন, জার্মান বাদ্যযন্ত্র বাদক বিটোফেন বধির ছিলেন, বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী স্টিফেন হকিং প্রতিবন্ধী হওয়ার পরও সমাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

তিনি এএফআইডি এবং সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিজাবেলডের (এসডব্লিউআইডি) কার্যক্রমের প্রশংসা করেন। এই প্রতিষ্ঠান দুটি নিউরো ডেভেলপমেন্ট ডিজাবিলিটিস, ইন্টেলেকচুয়ালি ডিজাবিলিটি, অটিজম, সেরিব্রাল পলসি, ডাউনসিনড্রোম এবং মানসিক অসুস্থতা নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছে।

প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের অবস্থার জন্য দায়ী নয়, তাদের এই অবস্থা প্রকৃতির ইচ্ছাধীন উল্লেখ করে রাষ্ট্রপতি সুনির্দিষ্টভাবে তাদের প্রতি যথাযথ সেবাদানের পাশাপাশি স্নেহ, ভালোবাসা জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অঙ্গীকারাবদ্ধ, যেখানে সবাই তাদের অধিকার এবং যথাযথ সম্মান পাবে।’

তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তি হিসেবে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে বর্তমান সরকার ন্যাশনাল ফাউন্ডেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাবেলড (এনএফডিডি) প্রতিষ্ঠা করেছে, আদমশুমারিতে প্রতিবন্ধী ইস্যুসহ প্রতিবন্ধী চিহ্নিতকরণ জরিপ করেছে, ‘প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা আইন-২০১৩’ এবং ‘নিউরো-ডেভেলপমেন্টাল ডিজাবিলিটি ট্রাস্ট ফান্ড আইন-২০১৩’ পাস করেছে। বৃত্তি, স্বাস্থ্যসেবা, অবারিত সুযোগ, ক্রীড়া ও পুনর্বাসন কমপ্লেক্স নির্মাণ এবং নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে।

অটিজমের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদের অসামান্য অবদান তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘সরকারের উদ্যোগের সঙ্গে তিনি পারসন উইথ ডিজাবিলিটি (পিডব্লিউডি) বৈশ্বিক পর্যায়ে এগিয়ে নিয়েছেন এবং এটি একটি গর্বের বিষয়।’

রাষ্ট্রপতি এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং ইউনেস্কো জুরি বোর্ডের সভাপতি সায়মা ওয়াজেদকে ধন্যবাদ জানান।

এএফআইডি সভাপতি জওহারুল ইসলাম মামুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসডব্লিউআইডি পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এম ফজলে রাব্বি মিয়া, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এম নূরুজ্জামান আহমেদ, অন্যান্য মন্ত্রী, এমপি, এফআইইডি মহাসচিব ড. উন কুয়াং কিম এবং দেশি-বিদেশি প্রতিনিধি উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনসুর আহমেদ চৌধুরী।

খবর:বাসস।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা