X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্যারাডাইস-পানামা পেপারসে বাংলাদেশি: বিস্তারিত তথ্য প্রকাশের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ২১:৫৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২২:৩২

প্যারাডাইস ও পানামা পেপারসে প্রকাশিত তালিকায় যেসব বাংলাদেশির নাম এসেছে তাদের বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী। রবিবার রাতে জাতীয় সংসদের ‘পয়েন্ট অব অর্ডার’ এ কথা বলার সময় তিনি এ দাবি জানান।

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন)
রুস্তম আলী ফরাজী বলেন, ‘পানামা পেপারস ও প্যারাডাইস পেপারস কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জাতীয় স্বার্থে প্রকাশ করা উচিত। পানামা পেপারসে প্রকাশিত অর্থ কেলেঙ্কারিতে জড়িত বাংলাদেশিদের নিয়ে সংসদে কথা বলেছিলাম। তখন বলা হয়েছিলো বিষয়টির ওপর একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। ওই সম্পর্কে এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি। দ্রুত ওই তথ্য প্রকাশ করা হোক।’
তিনি আরও বলেন, ‘পানামা পেপারসে নাম ছিলো ১৪ জন বাংলাদেশির। এবার প্যারাডাইস পেপারসে ২১ জনের নাম এসেছে। তালিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, তার স্ত্রী-পুত্রসহ আরও অনেকের নাম এসেছে। কিছু প্রতিষ্ঠানের নামও আমরা জানতে পেরেছি।’
ফরাজী আরও বলেন, ‘কারা সেখানে টাকা পাঠিয়েছে, কত টাকা বিনিয়োগ করা হয়েছে এসবের বিস্তারিত জানতে চাই। ওইসব টাকা কালো না সাদা ছিল, কিংবা কত টাকা বিদেশে পাচার করা হলো তাও জানতে চাই।’
অপরদিকে, চট্টগ্রাম বন্দরে নিয়োগে অনিয়মের সমালোচনা করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। চট্টগ্রাম- ৯ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘চট্টগ্রাম বন্দরের যত নিয়োগ পরীক্ষা সব ঢাকায় হয়, এর কারণ কী বুঝতে পারছি না? বন্দরের অন্য ডিপার্টমেন্টেরও পরীক্ষা হয় ঢাকায়।’
এটা দুর্ভাগ্যজনক উল্লেখ করে তিনি বলেন, ‘স্থানীয় এমপি হিসেবে লোকজন আমাদের কাছে আসে আমরা সুপারিশ করি। অথচ চট্টগ্রামের মানুষ এই বন্দরকে সচল রেখেছে। তাদের এখানে চাকরি পাওয়ার জন্মগত দাবি আছে। তাদের অধিকার আছে মেধা অনুযায়ী চাকরি পাওয়ার। আর এটা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও মন্ত্রণালয়ের।’

চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল আক্ষেপ করে বলেন, ‘চট্টগ্রাম বন্দর চট্টগ্রামের আত্মার মতো। এই বন্দরের সঙ্গে চট্টগ্রামবাসী নানাভাবে যুক্ত। অথচ এই বন্দরের ছোট পদ লস্করে সম্প্রতি নিয়োগ পাওয়া ৯২ জনের মধ্যে ৯০ জনই অন্য অঞ্চলের, চট্টগ্রামের মাত্র দু’জন।’

প্রশ্নোত্তর পর্বে জাসদের সংসদ সদস্য বাদল বলেন, ‘এখন চট্টগ্রামে প্রতিবাদ সভা হচ্ছে। এটা নিয়ে আরও বড় ধরনের সমস্যা তৈরি হবে। আমি গৃহকর বাড়ানো নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মতো বলব, এটাই কি সময় হলো চট্টগ্রামের দু’জনকে চাকরি দেওয়ার? আপনি এটা সারা বাংলাদেশকে ভাগ করে দেন চট্টগ্রামবাসী কিছু মনে করবে না।’

/পিএইচসি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা