X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা সংকট: বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ প্রিন্সেস সোফির

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ নভেম্বর ২০১৭, ২২:০৪আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২২:০৫

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিন্সেস সোফি (ছবি- ফোকাস বাংলা) রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রিন্সেস সোফি হেলেন। রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের ওপর জোরালো আন্তর্জাতিক চাপ প্রয়োগে ঢাকার আহ্বানের সঙ্গেও সহমত পোষণ করেন তিনি।

রবিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে এক সৌজন্য সাক্ষাৎকালে কাউন্টেস অফ ওয়েসেক্স প্রিন্সেস সোফি হেলেন এই সংহতি প্রকাশ করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এক প্রেস ব্রিফিংয়ে সোফি হেলেনকে উদ্ধৃত করে বলেন, ‘যুক্তরাজ্য রোহিঙ্গাদের প্রত্যাবসন চায়।’

প্রিন্সেস বলেন, ‘মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ এবং সেই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ব্যাপারে বাংলাদেশের উদ্যোগের সঙ্গে যুক্তরাজ্য একমত।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘উদ্বাস্তুদের কষ্ট নিরসনে প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী পাঠানোয় ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান তিনি।

প্রিন্সেস সোফি একজন সমাজকর্মী হিসেবে ২০২০ সালের মধ্যে নিরাময়যোগ্য অন্ধত্ব নিরসনের লক্ষ্যের কথা প্রধানমন্ত্রীকে জানান।

তিনি প্রধানমন্ত্রীকে জানান, এই সফরকালে তিনি ঢাকা, বরিশাল ও চট্টগ্রামে চক্ষু হাসপাতাল পরিদর্শনে যাবেন।

প্রধানমন্ত্রী তার সরকারের সময়কালে দেশব্যাপী স্বাস্থ্যসেবা বিস্তার সম্পর্কে প্রিন্সেস সোফিকে অবহিত করে বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যসেবা বিস্তারে একটি প্রকল্প নিয়েছিল। কিন্তু পরে ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে প্রকল্পটি বন্ধ করে দেয়।

আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর ফের প্রকল্পটি শুরু করে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে মানুষ এখন স্বাস্থ্যসেবা পাচ্ছে।

এ সময় প্রিন্সেস সোফি হেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কেও জানতে চান।

বৈঠককালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইক উপস্থিত ছিলেন।

খবর: বাসস।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে চারজন নিহত
ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা গায়েব করা ৩ জন গ্রেফতার
ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা গায়েব করা ৩ জন গ্রেফতার
জেসিআই ঢাকা ওয়েস্টের চেইন হস্তান্তর
জেসিআই ঢাকা ওয়েস্টের চেইন হস্তান্তর
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা