X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘মোবাইল ব্যাংকিংয়ের নামে লুটপাট ও ডাকাতি হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৮:৪৯আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৯:১৯

দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী

মোবাইল ব্যাংকিং নিয়ে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, মোবাইল ব্যাংকিংয়ের নামে লুটপাট ও ডাকাতি হচ্ছে। রেগুলেটরি ফ্রেমওয়ার্ক না করে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে চলে যাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার জাতীয় শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ সমালোচনা করেন।

তিনি বলেন, ‘রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ছাড়া টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে চলে গেলে বিপদ। এই যে মোবাইল ফান্ড ট্রান্সফার যাকে বলে মোবাইল ব্যাংকিং―আমি তীব্র ভাষায় এর নিন্দা করি, ধিক্কার জানাই। আমি এর সমালোচনা করি। এক মাস আগে থেকে আর মোবাইল ব্যাংকিংও বলা হচ্ছে না, বলা হচ্ছে মানি ট্রান্সফার। বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকগুলো এজেন্টের লাইসেন্স বাতিল করা হয়েছে। এখানে কোনও নিয়ামক পরিমণ্ডল নেই।

মোবাইল ব্যাংকিংয়ে টাকা ট্রান্সফার করার অভিজ্ঞতা তুলে ধরে সাবেক এই গভর্নর বলেন,  ‘বগুড়ায় আমার  এক শিক্ষককে কিছু টাকা পাঠাতে গিয়ে দেখা যায়, সেখানে গুনে গুনে ২ শতাংশ কেটে রেখেছে। তারপর সেখানে গিয়ে টাকা তুলতে গেলে তার কাছ থেকেও টাকা কেটে নিয়েছে। এই রকম লুটপাট ও ডাকাতি করছে। যেহেতু কোনো নিয়ামক পরিমণ্ডল নেই কাউকে ধরা যাচ্ছে না। এদিকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে ৫০ পয়সা লাগে।’

এর আগে আজ(২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টা দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা এবং দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে কমিশনের ১৩তম  প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন  করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এসময় তার সঙ্গে ছিলেন কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ ও কমিশনার এএফএম আমিনুল ইসলাম। পরে কমিশনের সামনের সড়ক-দ্বীপে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘সবাই মিলে গড়বো দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই দুদক চেয়ারম্যান কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?