X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে কানাডা: মেরি ক্লাউড

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ নভেম্বর ২০১৭, ০০:৫৩আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ০১:০৫

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেরি ক্লাউড (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি কানাডার রাজনৈতিকও মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা সফররত দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী মেরি ক্লাউড। তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি আমাদের রাজনৈতিক ও মানবিক সহযোগিতা অব্যাহত রাখব।’ বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘‘বৈঠকে কানাডার মন্ত্রী বিষয়টি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলাপ-আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী সেখানে রয়েছেন। আলাপ-আলোচনা চলছে।’’
মেরি ক্লাউড বলেন, ‘আমি আজ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছি।’ এ সময় কানাডিয়ান মন্ত্রী তার রোহিঙ্গা ক্যাম্প  পরিদর্শনের অভিজ্ঞতার কথা জানান প্রধানমন্ত্রীকে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের  মধ্যে শিশু ও নারীরাই সবচেয়ে দুর্দশাগ্রস্ত বলে উল্লেখ করেন কানাডার মন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক দিক বিবেচনা করেই বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।  তাদের কক্সবাজার থেকে একটি দ্বীপে স্থানান্তর করা হবে।’ তিনি বলেন, ‘রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের পরই রেজিস্ট্রেশন করা হচ্ছে। তাদের পরিচয়পত্র  দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ৬ লাখ ২৫ হাজার ১১৫ জন রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।’

প্রধানমন্ত্রী প্রেস সচিব বলেন, ‘কানাডায় অবস্থানকারী বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত পলাতক খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে।’

প্রধানমন্ত্রী ও কানাডার কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান ও ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনই প্রিফোনটেইনি। সূত্র: বাসস

/এমএনএইচ/
সম্পর্কিত
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা: নিরাপত্তা পরিষদে নিজের অবস্থান তুলে ধরলো বাংলাদেশ
রোহিঙ্গাদের বাসা ভাড়া দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া