X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সংসদ নির্বাচনের আগেই সব ভোটারের হাতে স্মার্ট কার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ২০:১৩আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২০:১৮

স্মার্ট কার্ড একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সব ভোটারের হাতে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।  তিনি বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনের আগে সব ভোটারকে স্মার্ট কার্ড দেওয়া হবে। তার আগে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, কিন্তু এখনও এনআইডি পাননি, তাদের লেমিনেটেড কার্ড দেওয়া হবে। ’
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ বছরের ভোটার নিবন্ধন সম্পর্কে ইসি সচিব বলেন, ‘এবার ভোটার তালিকা হালনাগাদে মোট ৩৩ লাখ ২৯ হাজার ১৯৯ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ৪১ হাজার ৪৮৪ জন এবং নারী ভোটার নিবন্ধিত হয়েছেন ১৬ লাখ ৮৭ হাজার ৭১৫ জন।’
তিনি আরও জানান, ২০১৫ সালের আগাম তথ্যের ভিত্তিতে খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন আরও ৯ লাখ ৬২ হাজার ২৯৬ জন। সব মিলিয়ে এবার ভোটার তালিকায় যোগ যুক্ত হবেন ৪২ লাখ ৯১ হাজার ৪৯৫ জন ভোটার। এছাড়া, এবার ১৫ লাখ ১৬ হাজার ৩৮ জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে।

রাজনৈতিক দলের নিবন্ধনের শর্ত পূরণ করার বিষয়ে তিনি জানান, নিবন্ধনের শর্ত পূরণের বিষয়ে ইসির চিঠির জবাব দিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দল সময় চেয়েছে। তাদের সময় দেওয়ার বিষয়টি কমিশন সভায় তোলা হবে। আর যারা জবাব দেয়নি, তাদের আবারও তাগাদা দিয়ে চিঠি দেওয়া হবে।

রংপুরে বিতর্কিতদের ভোটগ্রহণ কর্মকর্তা নয়:

এদিকে রংপুর সিটি করপোরেশনে বিতর্কিত ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত রয়েছেন এমন কর্মকর্তা ও শিক্ষকদের নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছে ইসি। বুধবার (২২ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, রসিক নির্বাচন উপলক্ষে সিটি করপোরেশন এলাকা সংলগ্ন গংগাচড়া, তারাগঞ্জ ও কাউনিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান হতে ভোটগ্রহণকারী কর্মকর্তার তালিকা সংগ্রহ করে সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের বিষয়ে কমিশন অনুমোদন দিয়েছে। তবে কোনও দলীয় ও বিতর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে যাতে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ না দেওয়া হয়, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এছাড়া, প্রিসাইডিং ও পোলিং অফিসার পদে দায়িত্বশীল এবং শারীরিক ও মানসিকভাবে অধিকতর সামর্থ্যদের প্রাধান্য দিতে হবে।

আরও পড়ুন:

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর আধা বেলা হরতাল

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী