X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

তাজরীন অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের শাস্তি দাবিতে ৫ সংগঠনের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ১৩:১৬আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৩:১৮

তাজরীন অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের শাস্তি দাবিতে মানববন্ধন তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পাঁচ বছর পূর্তিতে নিহতদের স্মরণ করে এবং এই ঘটনার জন্য দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পাঁচটি সংগঠন। শুক্রবার সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে পৃথকভাবে সংগঠনগুলো মানববন্ধন করে। এতে অংশ নেওয়া ব্যক্তিরা নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানান। একইসঙ্গে সব গার্মেন্টসে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতের দাবিও তোলেন।  

উল্লেখ্য ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন শ্রমিক নিহত হন। আহত হন তিন শতাধিক শ্রমিক। বিভিন্ন সংগঠন এই দুর্ঘটনার বার্ষিকী পালন করছে।

শুক্রবার মানববন্ধন করেন- গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ), ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল, টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশন।  তাজরীন অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের শাস্তি দাবিতে মানববন্ধন

গার্মেন্টস দুর্ঘটনায় প্রকৃত দোষীদের বিচার হয় না বলে দাবি করেন শুক্রবার মানববন্ধনে অংশ নেওয়া বক্তরা। তারা বলেন, তাজরীন অগ্নিকাণ্ডের পরে ২০১৩ সালে সাভারে রানা প্লাজা ধসে এক হাজার ১৩৭ জন শ্রমিক নিহত হন। আহত হয়েছিলেন দুই হাজার শ্রমিক। এরপর ২০১৬ সালে টঙ্গীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডে আগুনে পুড়ে ও ভবন ধসে মারা যান ৩৯ জন শ্রমিক। আহত হয়েছিলেন অর্ধশতাধিক। প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে কর্মরত অবস্থায় শ্রমিকদের মৃত্যু ঘটেই চলেছে। বক্তরা আরও বলেন, এসব মৃত্যুর বেশিরভাগই দুর্ঘটনা নয়, বরং কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করার কারণেই মৃত্যুর ঘটনা বাড়ছে। 

গার্মেন্টস দুর্ঘটনায় দোষীদের বিচার না হওয়ার পেছনে সরকারের অবহেলাকে দায়ী করে মানববন্ধনে বক্তরা বলেন, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের অবহেলার কারণে কারখানার শ্রমিকদের জীবন আজ বিপন্ন। অন্যদিকে মালিকরা অতি মুনাফার লোভে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করছে না।  তাজরীন অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের শাস্তি দাবিতে মানববন্ধন

মানববন্ধনগুলো থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা এবং মোট মজুরি ১৬ হাজার টাকা করার দাবি তোলা হয়েছে। একইহারে সব শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি করা হয়। 

৮ ঘণ্টায় কর্মদিবস, জোর করে ওভারটাইম করানো বন্ধ করা, সাপ্তাহিক এক দিন  ছুটি কার্যকর করা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছয় মাসের বেতনসহ ছুটি কার্যকর করারও দাবি জানান শ্রমিক নেতারা। 

 

 

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
দুই ভাইয়ের হাতাহাতিতে প্রাণ গেলো বড় ভাইয়ের
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট