X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দেশব্যাপী আনন্দ র‌্যালি শনিবার, প্রধানমন্ত্রী যোগ দেবেন সোহরাওয়ার্দীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০১৭, ১৫:১৫আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ১৮:৪৮

৭ মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে’র স্বীকৃতি পাওয়ায়  শনিবার (২৫ নভেম্বর) দেশব্যাপী আনন্দ র‌্যালির আয়োজন করেছেন সরকার। রাজধানী ঢাকাসহ সারাদেশে এই আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হবে। রাজধানীর র‌্যালিগুলো গিয়ে মিলবে সোহরাওয়ার্দী উদ্যানের আনন্দ সমাবেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঢাকার বাইরে জেলা ও উপজেলা প্রশাসন আনন্দ র‌্যালির উদ্যোগ নেবে।

শুক্রবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। এসময় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) জিয়াউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবীর বিন আনোয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, শনিবার ভোর ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হবে দিনের কর্মসূচি। পরে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব ধরনের প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে আনন্দ র‌্যালি বের করবে। এসব র‌্যালি গিয়ে মিলবে সোহরাওয়ার্দী উদ্যানে।

সচিব জানান, আনন্দ র‌্যালিগুলো বিকাল ৩টার আগেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন গেট, তিন নেতার মাজার সংলগ্ন গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও চারুকলা সংলগ্ন গেটসহ সোহরাওয়ার্দী উদ্যানের সম্ভাব্য সবগুলো প্রবেশ পথই এসব র‌্যালি প্রবেশের জন্য উন্মুক্ত থাকবে। বিকাল ৩টা থেকে সেখানে অনুষ্ঠিত হবে আনন্দ সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আনন্দ সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যোনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আনন্দ সমাবেশের প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে আর্চওয়ে। নিরাপত্তার জন্য সমাবেশে যোগ দিতে আসা ব্যক্তিদের কোনও ধরনের ভারী ব্যাগ বহন না করতে বলা হয়েছে। তবে আনন্দ র‌্যালি ও সমাবেশে ব্যানার ও ফেস্টুন বহন করতে কোনও বাধা নেই। সমাবেশস্থলে পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রাজধানীর বাইরে সারাদেশেই আনন্দ র‌্যালির আয়োজন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসন নিজেদের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এসব আনন্দ র‌্যালি আয়োজন করবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বিকভাবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটির আন্তর্জাতিক স্বীকৃতির উদযাপনের এই আয়োজনের তত্ত্বাবধান করবেন।

 

/এসআই/টিআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়