X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নভেম্বরে নয়, সিএনজি চালকদের ধর্মঘট ২৭ ও ২৮ ডিসেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৭, ১২:০০আপডেট : ২৭ নভেম্বর ২০১৭, ১২:০০

সিএনজি অটোরিকশা অ্যাপভিত্তিক (উবার, পাঠাও) পরিবহন সেবা বন্ধসহ আট দফা দাবিতে সিএনজি অটোরিকশা চালকদের ধর্মঘট নভেম্বর মাসে নয়, ধর্মঘট হবে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর। সোমবার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব সাখাওয়াত হোসেন দুলাল।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৭ ও ২৮ নভেম্বর ঢাকা ও চট্টগ্রামে ধর্মঘটসহ এক মাসের কর্মসূচি ঘোষণা করেন সাখাওয়াত হোসেন দুলাল।

কিন্তু এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের ধর্মঘট ২৭ ও ২৮ ডিসেম্বর। কিন্তু কোনও কোনও গণমাধ্যমে বলা হয়েছে, সিএনজি ধর্মঘট হবে ২৭ ও ২৮ নভেম্বর। এটা ভুলে হয়েছে।

আপনারা কেন এতদিন প্রতিবাদ করেননি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো পত্রিকা পড়ি না। আমাদের সিএনজি চালকরা অনেকেই পত্রিকা পড়েন না। গত রবিবার অনেক সিএনজি চালক ও শ্রমিকরা আমাকে ফোন করে বিষয়টি জানান। তখন আমি তাদের জানিয়েছি নভেম্বর নয়, ধর্মঘট হবে ২৭ ও ২৮ ডিসেম্বর।’

তিনি আরও বলেন, ‘সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যে সিএনজি চালকদের বিষয়টি জানিয়ে দিয়েছেন। ওই দুইদিন ৪৮ ঘণ্টা সর্বাত্বকভাবে ধর্মঘট পালিত হবে।’

সিএনজি শ্রমিকদের এ নেতা বলেন, ‘ধর্মঘটের আগে দাবি আদায়ের জন্য আগামী ৩০ নভেম্বর চট্টগ্রামে শ্রমিক সমাবেশ, ৩ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বুয়েট কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান, দাবি না মানলে আগামী ১০ ডিসেম্বর বিআরটিএ কার্যালয় ঘেরা এবং এরপরও যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করা হবে।’

শ্রমিকদের আট দফা দাবিগুলো হলো- মেয়াদোত্তীর্ণ অটোরিকশা অপসারণ করে নতুন অটোরিকশা নামানো, ঢাকায় পাঁচ হাজার ও চট্টগ্রামে চার হাজার নতুন অটোরিকশা চালকদের নামে বরাদ্দ দেওয়া, পরিবহন আইনে শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল করা, ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় ব্যবহারিক পরীক্ষা বন্ধ করা, অবৈধ উবার ও পাঠাও-এর মতো অ্যাপভিত্তিক পরিবহন সার্ভিস বন্ধ করা, সরকার নির্ধারিত জমার টাকা ঢাকায় ৯০০ ও চট্টগ্রামে ৬০০ টাকা বাস্তবায়ন করা, অবৈধ পার্কিংয়ে মামলা না দেওয়া এবং ঢাকায় নিবন্ধিত অটোরিকশা ঢাকা জেলার সব জায়গায় চলাচল করতে দেওয়া।

আরও পড়ুন:
উবার ও পাঠাও বন্ধে কর্মসূচি দেওয়ায় সিএনজি চালকদের বিরুদ্ধে যাত্রীরা
উবার নয়, মালিকদের বিরুদ্ধে অভিযোগ সিএনজি অটোরিকশার চালকদের

/এসএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!