X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বড়দিনের উপহার হয়ে পোপ আসছেন আজ

চৌধুরী আকবর হোসেন
২৯ নভেম্বর ২০১৭, ২৩:৫৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২৩:৫৯

পোপ ফ্রান্সিস (ছবি- অনলাইন থেকে সংগৃহীত)

বৃহস্পতিবার (৩০ নভেম্বর)ঢাকায় আসছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিন দিনের সফর শেষে ২ ডিসেম্বর তিনি বাংলাদেশ থেকে রোমে ফিরে যাবেন । খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব (২৫ ডিসেম্বর) বড়দিনের আগ মুহূর্তে পোপের আগমনকে বড়দিনের উপহার হিসেবেই দেখছেন খ্রিস্টান সম্প্রদায়। পোপ ফ্রান্সিস সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে আসবেন বলেই বিশ্বাস তাদের। পোপের এই আগমন  উচ্ছ্বাসিত করছে খ্রিস্টান সম্প্রদায়কে।

পোপ ফ্রান্সিসের ঢাকা সফরের সমন্বয়কারী ও ঢাকা মহাধর্ম প্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ বাংলা ট্রিবিউনকে বলেন,‘এটা আমাদের জন্য বড় আনন্দের। পৃথিবীর অনেক দেশ আছে, ক্যাথলিক খ্রিস্টানদের সংখ্যা বেশি- এমন দেশও আছে। কিন্তু সেসব দেশে না গিয়ে পোপ বাংলাদেশে আসছেন। পোপ হলেন ঈশ্বরের প্রতিনিধি। তার আগমনে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের ঘরে ঘরে উৎসবমুখর।সবাই প্রার্থনারত।’

বাংলাদেশ বিশপ সম্মিলনীর সহসভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও বলেন,‘এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের মাটিতে পোপের আগমন ঘটছে। তিনি আর্চ বিশপ হাউস, তেজগাঁও কবরস্থান, পুরনো গির্জা, তেজগাঁও মাদার তেরেসা ভবন পরিদর্শন করবেন এবং সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টধর্মীয় উপাসনা ও যাজক অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। এসব আয়োজনের মধ্যদিয়ে খ্রিস্টান সম্প্রদায় প্রশান্তি লাভ করবে।’

বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট কার্ডিনাল প্যাট্রিক ডি. রোজারিও বলেন, ‘পূণ্যপিতা পোপ ফ্রান্সিস শান্তির বার্তা নিয়ে সফরে আসছেন। ক্যাথলিক চার্চ এই সফরের মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করেছেন “সম্প্রীতি ও শান্তি”। বাংলাদেশে পোপ মহোদয়ের আগমনকে আমরা দেখছি, বাংলাদেশের জনগণের অন্তরে তীর্থযাত্রা রূপে। পোপ এদেশের জনগণের জীবন-বাস্তবতার আলোকে অনেক সুন্দর ও মঙ্গলজনক দিক তুলে ধরবেন। পাশাপাশি দেশের যুব ও ছাত্রসমাজকে নতুন স্বপ্নে উদ্বুদ্ধ করবেন। মানবতা, নৈতিকতা ও আধ্যাত্মিকতার বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য পরামর্শ দেবেন,উৎসাহিত করবেন,সম্প্রীতি ও শান্তির বার্তা ঘোষণা করবেন।’

উপহার নেবেন না পোপ

খ্রিস্টান সম্প্রদায় পোপের আগমনকে উপহার হিসেবে পেলেও পোপকে দিতে পারছেন না কোনও উপহার। এ প্রসঙ্গে পোপ ফ্রান্সিসের সফরের সমন্বয়কারী ও ঢাকা মহাধর্ম প্রদেশের সহকারী বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি আমাদের জন্য উপহার হয়ে আসছেন। একই সঙ্গে উপহার বিনিময়ের প্রচলন থাকলেও পোপকে উপহার দেওয়ার সুযোগ থাকছে না। আগে থেকেই ভাটিকান এ বিষয়ে আমাদের নিরুৎসাহিত করেছে। পোপ আসলে জাগতিক কোনও কিছু প্রত্যাশা করেন না। তবে যেহেতু এটি রাষ্ট্রীয় সফর, সেক্ষেত্রে আমাদের রাষ্ট্রপতি কোনও উপহার দিতে চাইলে সেটি হয়তো তিনি নিতেও পারেন।’

ভোজ সভায় অংশ নেবেন না পোপ

শুধু উপহারই নয়, কোনও ভোজ সভায় অংশ নেবেন না পোপ। পোপ ফ্রান্সিস অনেক সাধারণ জীবন-যাপন করেন উল্লেখ করে বিশপ শরৎ ফ্রান্সিস গোমেজ বলেন,‘পোপের সফর সূচিতে কোনও ভোজ সভা নেই। এমনকি তিনি আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গেও কোনও ভোজ সভায় অংশ নেবেন না। তার খাবার সরবরাহের দায়িত্ব পালন করবে ঢাকায় ভ্যাটিকান দূতাবাস। তিনি আসলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খুবই পরিমিত খাবার খান।’

যেসব অনুষ্ঠানে যোগ দেবেন পোপ

৩০ নভেম্বর (বৃহস্পতিবার) মিয়ানমার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাটার্ড ফ্লাইটে বেলা তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন পোপ ফ্রান্সিস। এরপর বেলা চারটায় সাভারের জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। বেলা চারটা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন পোপ। একই দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সন্ধ্যা ছয়টার দিকে বঙ্গভবনেই বাংলাদেশের সিনিয়র সিটিজেন,সুশীল সমাজ, কূটনৈতিক ব্যক্তিদের সঙ্গে মিলিত হবেন এবং বক্তব্য রাখবেন।

১ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টধর্মীয় উপাসনা ও যাজকদের অনুষ্ঠানে যোগ দেবেন পোপ ফ্রান্সিস। সেখানে বক্তব্যও রাখবেন তিনি। দুপুর তিনটা ২০ মিনিটের দিকে ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে যাবেন পোপ ফ্রান্সিস। সেখানে পোপের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের কথা রয়েছে। বিকাল চারটায় ক্যাথিড্রাল পরির্দশন করবেন তিনি। সোয়া চারটার দিকে প্রবীণ যাজক ভবনে বাংলাদেশের বিশপদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন এবং বক্তব্য রাখবেন। বিকাল পাঁচটায় কাকরাইলের আর্চ বিপশ হাউসের মাঠে শান্তির জন্য আন্তঃধর্মীয় ও আন্তঃমাণ্ডলিক সমাবেশে বক্তব্য রাখবেন পোপ।

২ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় তেজগাঁওয়ে মাদার তেরেসা ভবন পরির্দশন করবেন পোপ ফ্রান্সিস। সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও গির্জায় যাজক, ব্রাদার-সিস্টার, সেমিনারিয়ান ও নবীশদের সমাবেশে বক্তব্য রাখবে। সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তেজগাঁও কবরস্থান ও পুরনো গির্জা পরিদর্শন করবেন। একই দিন বেলা ৩টা ২০ মিনিটের দিকে রাজধানীর নটরডেম কলেজে যুব সমাবেশে বক্তব্য রাখবেন। এদিনই বিকাল ৫টা ৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইটে করে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পোপ ফ্রান্সিস।


আরও পড়ুন: 
ঢাকায় পোপের সঙ্গে দেখা করবেন ১৫ রোহিঙ্গা

পোপ থাকবেন ভ্যাটিকান রাষ্ট্রদূতের বাসভবনে, নিরাপত্তায় এসএসএফ

 

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?