X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর অর্ধদিবস হরতাল চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৭, ০৮:৪৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ০৯:১৩

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর অর্ধদিবস হরতাল চলছে বিদ্যুৎ এবং নিত্যপণ্যে দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি-বাসদ ও বাম মোর্চার ডাকা অর্ধদিবস হরতাল চলছে। হরতাল সফল করতে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল করতে দেখা গেছে বাম দলের নেতাকর্মীদের। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল বের করেন বাম নেতারা। মিছিলটি মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরাতন পল্টন, বায়তুল মোকাররম গেট থেকে ঘুরে কাকরাইল হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে অবস্থান করছে। বর্তমানে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করছেন।

এ দিকে হরতালে যাতে কোনও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য রাজধানীর বিভিন্ন রাস্তায় পুলিশকে সতর্ক অবস্থানে দেখা গেছে। এমনকি যান চলাচলও স্বাভাবিক আছে।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর অর্ধদিবস হরতাল চলছে মতিঝিলে অফিসগামী ব্যাংক কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ‘এ মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক। এখন বাড়িভাড়াসহ সব নিত্যপণ্যের দাম বেড়ে যাবে। ফলে আমাদের সংসারের খরচ টানতে অনেক কষ্ট হয়ে যাবে।’

ব্যবসায়ী সোহানুর রহমান বলেন, ‘এমনিতেই সব পণ্যের দাম বাড়তি। তার ওপর বিদ্যুতের দাম বাড়ানোর অজুহাতে আবারও সব পণ্যের দাম বাড়বে। ফলে আমরা খেটে খাওয়া মানুষ বিপদে পরবো।’ 

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বাম দলগুলোর সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে নিম্নবিত্ত ও গরীব মানুষের ব্যয় আরও বেড়ে যাবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন গার্মেন্টসসহ কম আয়ের মেহনতী মানুষরা। বিদ্যুতের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়াসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাবে। মুনাফা করবে এক শ্রেণির লুটের ব্যবসায়ীরা, আর ব্যয় বহন করতে হবে সাধারণ জনগণকে। জনগণের ওপর এ ধরনের চরম আঘাত মেনে নেওয়া যায় না।

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলোর অর্ধদিবস হরতাল চলছে তাদের অভিযোগ দেশের বিভিন্ন জায়গায় মিছিল চলাকালে ব্যানার কেড়ে নেওয়া হয়েছে।

বাসদ নেতা কমরেড খালিদউজ্জামান রতন বলেন, ‘সকাল সাড়ে ৫টায় সিপিবির অফিস ঘেরাও করে ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ হরতালে কোনও গাড়ি ভাংচুর করা হচ্ছে না তারপরও পুলিশ সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা গ্রেফতার করে ব্যানার কেড়ে নিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

আরও পড়ুন:
বামদের হরতালে বিএনপির সমর্থন

/এএইচআর/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ