X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যে কারণে পোপের সঙ্গে সাক্ষাৎ হলো না এরশাদ, রওশন ও খালেদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৭, ২০:২৯আপডেট : ০২ ডিসেম্বর ২০১৭, ০৯:০০

পোপ ফ্রান্সিস, এইচএম এরশাদ, রওশন এরশাদও খালেদা জিয়া বাংলাদেশে সফররত ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের  ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা হয়নি দেশের তিন রাজনৈতিক বড় নেতার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী, জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ-কেউই ঢাকায় সফররত পোপের সঙ্গে সাক্ষাতের কোনও চেষ্টা করেননি। একজন ধর্মীয় গুরু হওয়ায় দেশের রাজনৈতিক বা নির্বাচনকেন্দ্রিক ভূমিকা রাখার সুযোগ নেই বলে পোপের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আসেনি।তিনটি দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ সূত্র জানায়, পোপ ফ্রান্সিস রাজনৈতিক কোনও সফরে আসেননি। ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটির প্রধান হলেও খ্রিস্টান ধর্মগুরু হিসেবেই তার পরিচিতি। সূত্র আরও  জানায়, রাষ্ট্রীয় সফরে যিনি আসেন, তিনি নিজেই সাক্ষাৎপর্ব নির্ধারণ করেন। এক্ষেত্রে ঢাকার কোনও রাজনৈতিক দলের সঙ্গেই সাক্ষাৎ হয়নি পোপের।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোপ ধর্মীয় নেতা, তিনি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে বাংলাদেশে আসেননি। নির্বাচন কিংবা রাজনৈতিকভাবে পোপ ঢাকা সফর করছেন না। তিনি সরকারের আমন্ত্রণে এসেছেন।’

খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘পোপ রাষ্ট্রপ্রধান হলেও নির্বাচনে বা রাজনীতিতে তার ভূমিকা রাখার কথা না। তিনি একটি ধর্মীয় গোষ্ঠীর গুরু। এছাড়া, বিএনপির চেয়ারপারসন আনুষ্ঠানিকভাবে সংসদে বিরোধী দলীয় নেত্রীও নন। সব মিলিয়ে পোপের সঙ্গে দেখা করা বা না করার কোনও বিষয় নেই।’

বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, ‘মক্কা-মদিনার ইমাম যখন বাংলাদেশে এসেছিলেন, তখনও কি বিএনপি রাজনৈতিক দল হিসেবে দেখা করতে চেয়েছিল? চায়নি।’ তাহলে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান এলেন, তার আগমনে এই প্রশ্ন কেন,বলে প্রশ্ন করেন চট্টগ্রাম বিভাগের প্রভাবশালী এই নেতা।

পোপের সঙ্গে দেখা করা না করার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বিএনপির আরও  প্রায় অর্ধ ডজন নেতা। এরমধ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার কোনও উত্তর দিতে রাজি হননি।

তবে বিএনপির একজন যুগ্ম মহাসচিব নাম উদ্ধৃত হতে অনিচ্ছা জানিয়ে বলেন, ‘পোপের সফর যদি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে সেটি রোহিঙ্গা ইস্যুতে। কিন্তু সরকার রোহিঙ্গা বিষয়ে তার কাছ থেকে কাঙ্ক্ষিত কিছু পায়নি।’

বিএনপির পররাষ্ট্র নিয়ে কাজ করেন খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ। তিনিও বলেন, ‘আমি অসুস্থ, কিছু জানি না।’

পোপের সঙ্গে দেখা হওয়ার বিষয়ে কোনও তথ্যই জানা নেই খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খানের। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পোপ ফ্রান্সিস সংক্রান্ত কোনও কিছুই আমি বলতে পারবো না।’

সাধারণত বিদেশি কোনও রাষ্ট্রপ্রধান ঢাকা সফরে এলে বিএনপির তরফে সাক্ষাতের নানা চেষ্টা দৃশ্যমান হলেও পোপ ফ্রান্সিসের ক্ষেত্রে তেমনটি ঘটেনি।

এ বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোনও মন্তব্য করতে রাজি হননি। তার ভাষ্য, ‘এ বিষয়ে বলার কিছু নেই।’

এদিকে সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের পক্ষ থেকেও পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। জাপার নেতারা জানিয়েছেন, পোপের সঙ্গে সাক্ষাতের বিষয়টি পোপ নিজেই নিয়ন্ত্রণ করেন। তিনি রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন। তার সফরের অনুষ্ঠানগুলো পর্যবেক্ষণ করলেই বুঝা যাবে, এই সফর রাজনৈতিক বা নির্বাচনকেন্দ্রিক নয়। তার সফর একটি ধর্মীয় গোষ্ঠীকে কেন্দ্র করে।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে কী বলবো, বলার নেই।’ এটুকু বলেই ফোনের লাইন কেটে দেন তিনি।

বিরোধী দলীয় নেত্রী হিসেবে কেন রওশন এরশাদও পোপের সঙ্গে সাক্ষাৎ করলেন না, বা পেলেন না। এ বিষয়ে কথা হয় রওশন এরশাদের ঘনিষ্ঠ, জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি’র সঙ্গে। তিনি বলেন, ‘আমরা ব্যস্ত ছিলাম তো, এটা আসলে খেয়ালও করিনি।’

ফখরুল ইমাম জানান, গত ২৯ নভেম্বর জাপার সম্মেলনে যোগ দিতে বিরোধী দলীয় নেত্রী ময়মনসিংহে গেছেন। আজকেও (১ ডিসেম্বর) তারা সেখানেই অবস্থান করছেন এবং শনিবার ঢাকায় ফিরবেন রওশন এরশাদসহ দলের অন্য নেতারা। 

এ বিষয়ে জানতে চাইলে জাপার কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পোপের সঙ্গে দেখা হলে ভালো হতো। তিনি ঢাকায় এসেছেন, আমরা সম্মানিত বোধ করছি। তবে তিনি ধর্মীয় গুরু, রাজনৈতিক কোনও এজেন্ডা নিয়ে এখানে আসেননি।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!