X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আগাম নির্বাচনের পরিকল্পনা নেই সরকারের: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৪:০৪




ওবায়দুল কাদের (ফাইল ফটো) মধ্যবর্তী বা আগাম কোনও নির্বাচনের পরিকল্পনা বর্তমান সরকারের নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়মমাফিক হবে, সেটি নির্বাচন কমিশনই আয়োজন করবে। তবে আমরা চাই, বিজয়ের মাসেই নির্বাচন হোক। কিন্তু তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের।’ বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট বিষয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা দুই মামলা নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বললেন, ‘খালেদা জিয়ার নামে যে মামলা চলছে তা আওয়ামী লীগ সরকার করেনি। এই মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলে করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মামলায় তার সাজা হলে সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করে বলা হবে। আর সাজা না হলে বিচার বিভাগ স্বাধীন— এভাবেই সংজ্ঞা দিয়ে থাকে তারা।’

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর সচিবালয়ের পাশের আবদুল গণি সড়ক ও বঙ্গবাজারের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ নিয়ে কথা বলেন মন্ত্রী। তার বক্তব্য— ‘এ ঘটনায় আমরা সন্দিহান যে বিএনপি আবারও সেই সহিসংসতার পথ বেছে নিল কিনা। আমার মনে হয় তারা আবারও জ্বালাও, পোড়াও ও সহিংসতার পথ বেছে নিতে চায়। তা না হলে সাধারণ মানুষের গাড়ি তারা পোড়াবে কেন। তাদের কী অপরাধ? তারা আন্দোলন করতে পারছে না, তারা আন্দোলনে ব্যর্থ। তাই হয়তো সহিংসতার পথ বেছে নিচ্ছে।’

এমন সহিংসতার পুনরাবৃত্তি হলে সরকারের অবস্থান কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘যেমন কুকুর তেমন মুগুর হবে। পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে হবে।’

ক’দিন আগে আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ শূন্য হয়েছে। এ প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রীর ভাষ্য, ‘আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম ও পারদর্শী আর নির্বাচনে বিজয়ী হতে পারে এমন যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকেই আমরা মনোনয়ন দেবো। তিনি আওয়ামী লীগের কেউ হতে পারেন। আবার দলের নেতা নন, কিন্তু বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী এমন লোকও হতে পারেন। তবে তার ভাবমূর্তি হতে হবে ইতিবাচক।’

আনিসুল হকের পরিবারের কোনও সদস্যকে মনোনয়ন দেওয়া হবে কিনা জানতে চাওয়া হয়। সেতুমন্ত্রীর কথায়, ‘আনিসুল হকের মৃত্যুতে তার পরিবারের শোকাবহ অবস্থা আমি বুঝি। তারা খুবই শোকাহত। তারা তো কেউ বলেননি নির্বাচন করতে চান। তাদের মধ্যে কারও এমন মনমানসিকতা নেই। কাজেই এ মুহূর্তে তাদের পরিবার বিব্রত হয় এমন কোনও প্রশ্ন করবেন না।’

আরও পড়ুন:
আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

/এসআই/এসএনএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!