X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আদালতের প্রশ্ন ‘হাসপাতাল নাকি কসাইখানা’, মালিকের উত্তর ‘ক্লিনিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ০০:৩০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ০৯:৪৮

হাইকোর্ট পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকের মালিককে উদ্দেশ করে হাইকোর্ট জানতে চান, ‘আপনার এটা হাসপাতাল নাকি কসাইখানা?’ জবাবে মালিক আব্দুর রহমান বলেন, ‘ক্লিনিক’।

সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ক্লিনিকের মালিককে এসব প্রশ্ন করেন।

সম্প্রতি পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকে সন্তান প্রসবের সময় মাকসুদা বেগম নামে এক প্রসূতির পেটে গজ রেখে অপারেশন শেষ করা  হয়। এ সময় ওই ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করানোরও অভিযোগ ওঠে। এসব বিষয়ে ব্যাখ্যা দিতে সোমবার আদালতে হাজির হন ক্লিনিকের মালিক আব্দুর রহমান ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট মিশু সিকদার।

সোমবার সকালে এ মামলার কার্যক্রমের শুরুতেই অস্ত্রোপচারকারী ভুয়া ডাক্তার অঞ্জন চক্রবর্তী ওরফে রাজন দাস আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত প্রথমেই ক্লিনিকের মালিক আব্দুর রহমানকে ডায়াচের (আইনজীবীদের দাঁড়ানোর নির্ধারিত স্থান) সামনে ডেকে জানতে চান, ‘আপনার এটা হাসপাতাল নাকি কসাইখানা? জবাবে আব্দুর রহমান বলেন, ‘ক্লিনিক’।

আদালত আবার তার কাছে জানতে চান, ‘কাদের দিয়ে হাসপাতাল চালান, ডাক্তার নাকি নেতা দিয়ে?’ এসময় ভুয়া ডাক্তার রাজন দাসকে দেখিয়ে আদালত জানতে চান, ‘তার সার্টিফিকেট আছে? তিনি কি ডাক্তার? অপারেশন কি উনি করেছেন? আপনারা কি জানেন?’ উত্তরে ক্লিনিক মালিক আদালতকে বলেন, ‘সার্টিফিকেটের ফটোকপি জমা দিয়েছে।’

তখন আদালত বলেন, ‘শুধু পেট কেটে সেলাই করলেই ডাক্তার হয়ে যায়? এত বড় একটা ঘটনা ঘটে গেল ভিকটিমের কোনও খোঁজ নিয়েছেন?’ জবাবে আব্দুর রহমান বলেন, ‘আমরা রোগীর চিকিৎসার জন্য এক লাখ ১৩ হাজার টাকা দিয়েছি।’

আদালত বলেন, ‘এতে সব হয়ে গেছে? এক লাখ ১৩ হাজার টাকা কি যথেষ্ট?’ জবাবে আব্দুর রহমান বলেন, ‘না, লাগলে আরও দেবো।’

এরপর আদালত ভুয়া ডাক্তার রাজন দাসকে ডায়াসের কাছে আসতে বলেন এবং জানতে চান, ‘আপনি কে? আপনার নাম কি?’ জবাবে রাজন দাস বলেন, ‘অর্জুন চক্রবর্তী।’ তখন আদালত জানতে চান, ‘তাহলে রাজন কে?’ এসময় তিনি চুপ ছিলেন। এরপর আদালত রাজনের কাছে জানতে চান, ‘আপনি কি ডাক্তার?’ জবাবে রাজন বলেন, ‘না, অল্টারনেটিভ মেডিসিন।’

এ সময় আইনজীবী নুরুল ইসলাম সুজন রাজন দাসের পক্ষে দাঁড়াতে চাইলে আদালত বলেন, ‘হি ইজ ফেইক ডক্টর। মি. ইসলাম ছবিগুলো দেখেন।’ এরপর ক্ষতিগ্রস্ত নারী ও অস্ত্রোপচারের কিছু ছবি ওই আইনজীবীকে দেখতে দেওয়া হয়। তখন আইনজীবী সরে দাঁড়ালে আদালত রাজনের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আপনি ডাক্তার না হয়েও মহিলার পেট কেঁটেছেন। আমাদের মানুষদের কি কোনও দাম নেই? কসাইরাও তো এরকম করে না। ওদেরও একটা নিয়ম আছে। ভুয়া ডাক্তার আপনি, অ্যারেস্ট হিম।’ এরপর রাজনকে গ্রেফতার করতে কোর্ট পুলিশকে নির্দেশ দেন আদালত।

পরে আদালত ভিকটিমের অস্ত্রোপচারের সময়ের ছবি দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমরা কোন যুগে বাস করছি! এর চেয়ে অমানবিক আর কী হতে পারে। আমাদের সময়ে তো এসব শুনিনি, এটা ভয়ানক! মার্ডারের থেকেও খারাপ।’

এরপর আদালত আরও কিছু নথি পর্যালোচনা শেষে আক্ষেপ করে বলেন, ‘এটাই সবচেয়ে ট্রাজিক বিষয়, ওপরের কিছু হোমড়াচোমড়াদের ম্যানেজ করে এরা চলছে…।’

এসময় ভুল চিকিৎসায় ভুক্তভোগী মাকসুদা বেগমের আইনজীবী ব্যারিস্টার ইমরান এ সিদ্দিক বলেন, ‘তার এ ক্ষত অনেক দিন বয়ে বেড়াতে হবে।’ জবাবে আদালত বলেন, ‘উনার (ভিকটিমের) লাইফ তো শেষ।’

পরে আদালত রাজন দাসকে বাউফল থানার মামলায় গ্রেফতার দেখিয়ে শাহবাগ থানায় সোপর্দ করার নির্দেশ দেন। একইসঙ্গে ক্লিনিকের মালিক, নার্স ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে মামলা করারও নির্দেশ দেন আদালত।

এ সময় আদালত ভুক্তভোগী মাকসুদা বেগমের ২৮ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে করা আবেদনের শুনানির জন্য ১৩ জানুয়ারি দিন ধার্য করেন।

আরও পড়ুন:
পেটে গজ রেখে সেলাই: ১০ ডিসেম্বরের মধ্যে ‘ডাক্তারকে’ গ্রেফতারের নির্দেশ

/বিআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক