X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আকায়েদের চাচাতো ভাই যা বললেন (অডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৪:৩০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৫:১৯

আকায়েদের ড্রাইভিং লাইসেন্স, ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহ বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। তবে সেখানে সে কী করতো বা তার গতিবিধি কেমন ছিল সে ব্যাপারে স্পষ্ট কোনও ধারণা নেই তার স্বজনদের। এরকমই দাবি করেছেন আকায়েদের চাচাতো ভাই সোহরাব। আকায়েদের সঙ্গে তার গ্রামের বাড়ির লোকজনের কোনও যোগাযোগ ছিল না বলেও জানিয়েছেন তিনি।

আকায়েদ ও তার পরিবার নিয়ে কথা বলেছেন সোহরাব। তিনি বলেন, ‘আমার চাচা (সানাউল্লাহ) ঢাকার হাজারীবাগে থাকতেন। সেখানে চাচা একটি মুদি দোকান চালাতেন। সেখান থেকে তারা আমেরিকা গেছেন। আকায়েদ আমাদের চাচাতো ভাই। ওরা ঢাকা থাকতো, গ্রামে তেমন একটা আসে না। ছোটবেলাতেই ওরা ঢাকা চলে যায়। যোগাযোগ তেমন একটা নাই, আসা-যাওয়া নাই। তাই আমরা খুব বেশি কিছু জানি না। গতকাল (সোমবার) টিভিতে দেখেছি। পরে থানা থেকে আমাকে ফোন দিয়েছিল। আমি যা যা জানি তাদের বলেছি। পরে তারা আমাকে থানায় যেতে বলেছে। আমি তো চট্টগ্রাম থাকি, তাই আজ (মঙ্গলবার) সন্দ্বীপ যাচ্ছি।’

তিনি বলেন, ‘আকায়েদরা চার ভাইবোন। সে বিয়ে করছে চাঁদপুরে। বিয়ের পরে আমরা জানতে পেরেছি এ কথা। তার একটি ছেলে আছে বলে শুনেছি। তবে বয়স কতদিন বলতে পারি না। তার বড় বোনের শ্বশুরবাড়িও চাঁদপুরে।’

সোহরাব বলেন, ‘আমার চাচা ফ্রিডম ফাইটার (মুক্তিযোদ্ধা) ছিলেন। ২০০৯ বা ২০১০ সালের দিকে তারা যুক্তরাষ্ট্রে গেছেন। ২০১১ সালের শেষ দিকে আমি কয়েকদিন দেশে থেকে আসি। তার আগেই আমার চাচা আমেরিকা চলে গেছেন। তিনি সেখানেই মারা গেছেন। আকায়েদ তার বড় সন্তান। সেখানে সে কী কাজ করতো জানি না। তার বাকি তিন ভাইবোন কী করে জানি না। যোগাযোগ তেমন একটা নাই। ওরাও তেমন যোগাযোগ করে না, আমরাও করি না।’

পুলিশ তার কাছে আকায়েদের সম্পর্কে জানতে চেয়েছে জানিয়েছে সোহরাব বলেন, ‘আকায়েদের শ্বশ্বরবাড়ি কোথায়, সন্দ্বীপে তাদের সম্পত্তি আছে কিনা, থাকলে সেগুলো কারা দেখাশোনা করে এসব তথ্য জানতে চেয়েছে।’

আকায়েদের বাড়ি সন্দ্বীপের মুসাপুর ইউনিয়নে ভুটান বা বোতান তালুকদারের বাড়ি হিসেবে পরিচিত। আর নানাবাড়ি সন্দ্বীপের গাছুয়া আলম ডাক্তারের বাড়ি। সেখানে এখন শুধু তার খালু তুসান কোম্পানি থাকেন। তাদের সঙ্গে সোহরাবের কোনও যোগাযোগ নেই। আকায়েদের পরিবারের যুক্তরাষ্ট্রে যাওয়া প্রসঙ্গে সোহরাব বলেন, ‘নোয়াখালীর সাবেক এমপি ওবায়দুল হক তার চাচার ভায়রা। তাদের মাধ্যমেই তার চাচা ও তার পরিবার যুক্তরাষ্ট্রে গেছেন।’

 

আরও পড়ুন:

আকায়েদের খালুকে জিজ্ঞাসাবাদ
ম্যানহাটন হামলার আকায়েদের বাড়ি সন্দ্বীপের মুসাপুর

 

/এসটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি