X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনে এপিইউবি’র সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ২০:২৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২০:২৭





সংসদীয় কমিটির বৈঠক

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনে সংসদীয় কমিটির সুপারিশের বেশ কিছু বিষয়ে আপত্তি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি‘। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষ থেকে সংসদীয় কমিটিতে তাদের আপত্তির বিষয়ে লিখিত বক্তব্যও জমা দিয়েছে।


মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব আপত্তির কথা জানানো হয় বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে। অবশ্য সমিতির পক্ষ থেকে সংসদীয় কমিটির বৈঠককে ফলপ্রসূ বলে দাবি করা হয়েছে। এদিকে, বৈঠকের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘আমরা আইনটি আরও উন্নত করতে চাই। আমরা তাদের কথা শুনেছি। সংসদীয় কমিটির সুপারিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাওয়া-পাওয়া সমন্বয় করে আমরা এই আইনটি করবো।’
এর আগে গত ৮ অক্টোবর সংসদীয় কমিটির বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সাব-কমিটি বিদ্যমান ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ সংশোধনের সুপারিশমালা জমা দেয়। ওই সুপারিশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বোর্ড অব ট্রাস্টি সদস্য, শিক্ষক নিয়োগ কমিটি, অর্থ কমিটি এবং শিক্ষার্থী ফি নির্ধারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি ও অনুমোদন বাধ্যতামূলকসহ বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়। ওই বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এই সুপারিশের বিষয়ে মতবিনিময় সভারও সিদ্ধান্ত হয়।
এদিকে, সংসদীয় কমিটির এই সুপারিশের খবরে ওই সময় তীব্র আপত্তি করেন ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি‘। তারা অভিযোগ করেন ‘একতরফাভাবে চাপিয়ে দেওয়া এসব শর্ত বাস্তবায়ন করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্বকীয়তা নষ্ট হবে। বিশ্ববিদ্যালয়গুলো তো তাহলে সরকারি হয়ে যাবে।’
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ডা. আফসারুল আমিনের সভাপতিত্বে মঙ্গলবারের (১২ ডিসেম্বর) বৈঠকে শিক্ষামন্ত্রী ছাড়াও কমিটির সদস্য মোহাম্মদ হাছান মাহমুদ, গোলাম মোস্তফা, এস. এম. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মামুনুর রশিদ এবং সেলিনা আক্তার বানু বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে বেসরকরি বিশ্ববিদ্যালয় সমিতির পক্ষে চেয়ারম্যান শেখ কবির হোসেন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কাজী নাবিল আহমেদ, অধ্যাপক আব্দুল মান্নানসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং ইউজিসি’র চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, কমিটির বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুপারিশের বেশ কয়েকটি বিষয় নিয়ে তীব্র আপত্তির কথা জানায়। এদিকে, বৈঠকে ইউজিসি’র চেয়ারম্যান আব্দুল মান্নান অভিযোগ করেন, দেশে বর্তমান ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এদের প্রত্যেক বছর ইউজিসি’র কাছে তাদের অডিট রিপোর্ট দেওয়ার কথা থাকলেও ২৬টি বিশ্ববিদ্যালয় এই রিপোর্ট জমা দেয় না। এদেরকে শৃঙ্খলার আওতায় আনতে হবে।
বৈঠকের পর বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির আহমেদ বলেন, ‘সংসদীয় সাব-কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি। আলোচনায় কোনোটা গ্রহণ বা বর্জনের বিষয় আসেনি। তবে আমরা আলোচনায় খুশি। আমরা কমিটিকে বলেছি, যা কিছু করা হোক আলোচনার মাধ্যমে করা হোক। সংসদীয় কমিটি আমাদের বক্তব্যগুলোকে গুরুত্ব দিয়েছে। এই বৈঠকে আমরা যে মতামত দিয়েছি, তার সঙ্গে কমিটির সুপারিশ সমন্বয় করে আমাদের সঙ্গে আবারও আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবে।’
বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় শেখ করিব বলেন, ‘যেসব পয়েন্টগুলো সংসদীয় কমিটি দিয়েছে, তার ওপর আমাদের মতামত দিয়েছি। আমরা কমিটিতে একটি লিখিত প্রস্তাব দিয়েছি। লিখিত প্রস্তাবে আমাদের আপত্তির বিষয়গুলো জানিয়েছি। তবে আমাদের আপত্তির বিষয়ে তারা কোনও কাউন্টার করেননি। মন্ত্রী মহোদয়ও আমাদের কিছু বিষয়ের সঙ্গে একমত প্রকাশ করেছেন। আলোচনার কথা বলেছেন। এগুলো এখন সংসদীয় কমিটি পর্যালোচনা করবে। এ বিষয়ে যেসব সিদ্ধান্ত হবে, তা আমাদের সঙ্গে আলোচনা করেই হবে। ’
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ‘সংসদীয় কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করতে চায়। এজন্য তারা একটি প্রস্তাব নিয়ে এসেছেন। এ বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে সমিতি রয়েছে, তাদের ডেকেছিলাম। তাদের কিছু বক্তব্য রয়েছে তা তারা দিয়েছে। এটা এখনও চূড়ান্ত পর্যায় যায়নি। এটা নিয়ে আমরা আরও আলোচনা করবো। এটা আমরা সমন্বয় করে যে সংশোধন দরকার, তা ঠিক করবো।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের মধ্যে বড় ধরনের কোনও মতপার্থক্য নেই। যেটা করার প্রস্তাব হয়েছে- তা আইনটি আরও উন্নত করার জন্য হয়েছে। ’
তিনি বলেন, ‘মূল কথা হলো, আমরা কোনোভাবেই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ছোটভাবে বা ভিন্ন নজরে দেখি না। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সবই আমাদের সন্তান। আমরা সবার সমান সুযোগ ও উন্নতি নিশ্চিত করতে চাই।’
এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০’ এ প্রয়োজনীয় সংশোধনী আনতে গঠিত উপকমিটি যেসব সুপারিশ করেছে, সেগুলো নিয়ে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সঙ্গে আরও আলোচনা করে নতুন সুপারিশমালা প্রণয়নের পরামর্শ দেওয়া হয়। ’
বৈঠকে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ স্থাপনকল্পে আনা বিল নিয়ে আলোচনা করা হয়। এ বিলটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের প্রতিনিধিসহ চার সদস্যের একটি কমিটি গঠনের সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!