X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের সহায়তায় ১২০ কোটি টাকা অনুদান দেবে যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ২০:২৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ২০:২৭

রোহিঙ্গা (ছবি: সংগৃহীত) মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ১৪ দশমিক ৫ মিলিয়ন ডলার (১২০ কোটি ৩১ লাখ ২৩ হাজার টাকা) অনুদান দেবে যুক্তরাষ্ট্র। বুধবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে অনুদান দেওয়ার কথা বলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। তিনি বলেছেন, ‘শরণার্থীদের সেবায় বাংলাদেশের সঙ্গে অংশ নিতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।’
মিয়ানমারের নির্যাতিত নাগরিকদের আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবা দিয়ে বাংলাদেশ মানবতার পরিচয় দিয়েছে বলেও বৈঠকে মন্তব্য করেন রাষ্ট্রদূত বার্নিকাট। বিশেষ করে দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসা করেন তিনি।
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী। তার কথায়, ‘রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে পোলিওসহ বিভিন্ন সংক্রামক রোগের প্রাদুর্ভাব রয়েছে। এমনকি ডিপথেরিয়ার মতো বিরল রোগও দেখা গেছে। এ ধরনের সংক্রামক রোগ আমাদের জনগণের মধ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে সরকার।’

মোহাম্মদ নাসিম জানান, ইতোমধ্যে রোহিঙ্গাদের আশ্রয় ক্যাম্পে ৭১টি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে সরকারিভাবে ১০৭ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। নার্স আর অন্যান্য সহায়ক জনবলও নিয়োগ দেওয়া হয়েছে পর্যাপ্ত। সংক্রামক রোগের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে ক্যাম্পে। স্বাস্থ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সরকারের গৃহীত কার্যক্রমের ফলে রোহিঙ্গাদের সঙ্গে থাকা সংক্রামক রোগ দেশের অভ্যন্তরের জনগণকে আক্রান্ত করতে পারবে না।

বৈঠকে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সর্ম্পক আরও জোরদার করার ক্ষেত্রগুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মোহাম্মদ নাসিম ও মার্শিয়া বার্নিকাট। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিত চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণীকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের কাছে খোঁজ নেন তিনি। এছাড়া ফেরদৌসী প্রিয়ভাষিণীর স্বজনদের সঙ্গে কথা বলে  তার দ্রুত আরোগ্য কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

/এসআই/জেএইচ/
সম্পর্কিত
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বশেষ খবর
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মোহনায় শতাধিক পাইলট তিমি আটক
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি