X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঢাকার সিটি করপোরেশন থেকে যেসব সুবিধা পাচ্ছেন মুক্তিযোদ্ধারা

শাহেদ শফিক
১৬ ডিসেম্বর ২০১৭, ১১:২১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১১:৩০

মুক্তিযুদ্ধ রাজধানীর দুই সিটি করপোরেশন ডিএনসিসি ও ডিএসসিসি থেকে ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধারা বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে, গৃহকর মওকুফ, দাফনের জন্য কবরস্থানে জায়গা সংরক্ষণ, বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী ও সংবর্ধনা, মুক্তিযোদ্ধাদের নামে ঢাকার সড়কের নামকরণের উদ্যোগ অন্যতম।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির গর্ব। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তারা কয়জনই বা জীবিত আছেন। আর তাদের চাওয়া-পাওয়া কী হতে পারে? আমরা যদি তাদের সামান্য চাওয়া-পাওয়াগুলো পূরণ না করি তাহলে কে করবে? আমরা সব সময়ই তাদের চাহিদা পূরণের জন্য প্রস্তুত আছি।’

দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরী এলাকায় মুক্তিযোদ্ধাদের দেড় হাজার বর্গফুটের ফ্ল্যাটের গৃহকর মওকুফ করা হয়েছে। চলতি বছরে ২ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই গৃহকর মওকুফ করা হয়। গত কয়েক বছর ধরেই গৃহকর মওকুফের জন্য দাবি করে আসছিলেন ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধারা।

এ বিষয়ে ডিএনসিসির প্যানেল মেয়র ওসমান গণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাঁচটি অঞ্চল থেকে ১৬৫ জন বীর মুক্তিযোদ্ধাকে বাড়ির ট্যাক্স মওকুফ করেছি। তাদের জন্য আমরা যথেষ্ট আন্তরিক।’

ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা রবীন্দ্র বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকার সব মুক্তিযোদ্ধাদের গৃহকর মওকুফ করা হয়েছে। তবে যেহেতু আমরা নিশ্চিতভাবে জানি না কোন বাড়িটি মুক্তিযোদ্ধার। সেজন্য মুক্তিযোদ্ধাদের আবেদন করতে বলা হয়েছে। যারা আবেদন করেছেন তাদের সবার ট্যাক্স মওকুফ করা হয়েছে। বর্তমানে আরও ২০-২৫টি আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। যত জন মুক্তিযোদ্ধা আবেদন করবেন তাদের সবার গৃহকর মওকুফ করা হবে।’

দুই সিটি করপোরেশ সূত্রে জানা গেছে, মৃত্যুর পর মুক্তিযোদ্ধাদের দাফনের  ইতোমধ্যে জুরাইন কবরস্থানে দুই একর জমি সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজনে আজিমপুর ও রায়েরবাজার কবরস্থানের একটি অংশ মুক্তিযোদ্ধাদের জন্য নির্দিষ্ট করা হবে। তাদের জন্য গোরস্থানে সরকার নির্ধারিত ফি-ও মওকুফ করা হয়েছে।

এ মেয়র সাঈদ খোকন বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের দাফনের জন্য জুরাইন কবরস্থানে জায়গা সংরক্ষিত রয়েছে। প্রয়োজন পড়লে আজিমপুর কবরস্থানেও তাদের জন্য জমি বরাদ্দ রাখা হবে। এছাড়া ঢাকায় আমাদের যেসব পাবলিক টয়লেট রয়েছে সেগুলো মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।’

এদিকে, গত ১৩ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজিত পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে গৃহকরের পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ বিল মওকুফের জন্যও আবেদন করেন মুক্তিযোদ্ধারা। এসময় সাঈদ খোকন বলেন, ‘গ্যাস ও বিদ্যুৎ বিল সিটি করপোরেশনের আওতায় পড়ে না।’ তবে বিষয়টি নিয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়াও দুই সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারগুলো মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা ৫০ শতাংশ ছাড়ে ব্যবহার করতে পারেন। রাজধানীতে স্থানীয়দের নাম থাকা সড়ক, স্থাপনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম মুক্তিযোদ্ধাদের নামে করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংগঠনিকভাবে যদি মুক্তিযোদ্ধারা সড়কের নামকরণের জন্য আবেদন করেন তাহলে বোর্ডসভায় আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দুই সিটি করপোরেশনের কর্মকর্তারা।

আরও পড়ুন:

বঙ্গবন্ধু দেশ স্বাধীনের খবর পান যখন

 

/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া