X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জাতীয় চার নেতা বিজয়ের খবর পেয়েছিলেন ডিপি ধরের কাছে

পাভেল হায়দার চৌধুরী
১৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৫১আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৪:০০

জাতীয় চার নেতা (ছবি: সংগৃহীত) মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস কলকাতায় ছিলেন জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই সেখান থেকে অস্থায়ী সরকার পরিচালনা করতেন তারা। সেখান থেকেই রণাঙ্গন ও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গিয়ে খোঁজ-খবরও নিতেন।  চূড়ান্ত বিজয়ের একদিন আগেই ১৫ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীর শীর্ষ উপদেষ্টা দুর্গা প্রসাদ ধরের (ডিপি ধর) মাধ্যমে জানতে পারেন ১৬ ডিসেম্বর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করবে হানাদার বাহিনী। জাতীয় চার নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

স্বজনদের স্মৃতিচারণায় জানা গেছে,  বঙ্গবন্ধুর নির্দেশে ‘৭১ এর ফেব্রুয়ারির শেষ দিকে জাতীয় চার নেতা কলকাতায় পাড়ি জমান। নগরীর ৮নং থিয়েটার রোডে অস্থায়ী কার্যালয়ে বসে মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনা করতেন তারা। আর ১৫ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডিপি ধরের মাধ্যমে বিজয়ের আগাম বার্তা পান।  আর বিজয় দিবসের মূল ঘোষণা শুনতে পান বেতারে। তবে তারা দেশে ফেরেন ২২ ডিসেম্বর। বিমানবন্দরে জাতীয় চার নেতাকে অভ্যর্থনা জানান দেশের আপামর জনগণ। আর ৯ মাস ১৪ দিন কারারুদ্ধ থাকার পর জাতির জনক দেশ প্রত্যাবর্তন করেন ‘৭২-এর ১০ জানুয়ারি।

এ প্রসঙ্গে ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘বিজয় সন্নিকটে, এটা  জাতীয় চার নেতার অনুভব হয়েছিল ১ ডিসেম্বর থেকে। আর ৬ ডিসেম্বর যখন ভারত বাংলদেশকে স্বীকৃতি দেয়, সেদিন থেকে দেশ স্বাধীন হয়ে গেছে বলে ধরেই নেয় সবাই।’

তিনি বলেন, ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে। তবে ১৫ ডিসেম্বর জাতীয় চার নেতা এ খবর পেয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর শীর্ষ উপদেষ্টা ডিপি ধরের  মাধ্যমে এই খবর পেয়েছিলেন তারা।’

এ প্রসঙ্গে এএইচএম কামরুজ্জামানের ছেলে খায়রুজ্জামন লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যখন দেশ স্বাধীন হয় তখন আমি  সপ্তম শ্রেণির ছাত্র। আমরা সপরিবারে কলকাতার সিআইটি এভিনিউতে আশুতোষ ঘোষের বাড়িতে থাকতাম। অন্য তিন নেতাও এই এলাকায় বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকতেন। তবে তারা অফিস করতেন ৮ নম্বর থিয়েটার রোডে। সেখান থেকে মুক্তিবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন, প্রয়োজনীয় পরামর্শ আদান-প্রদান করতেন। মাঝে মাঝে সীমান্তে এসে মুক্তিবাহিনীর সঙ্গে দেখা করে যেতেন।’

তিনি আরও বলেন, ‘আমি যতটুকু জেনেছি ১৬ ডিসেম্বর মিত্রবাহনী আত্মসমর্পণ করবে-এই তথ্য জাতীয় চার নেতার কাছে ১৫ ডিসেম্বর আসে। মিত্রবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠান শোনেন বেতারের মাধ্যমে।’

ডিপি ধর ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শদাতা। মুক্তিযুদ্ধ চলাকালে ভারত-সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষর ও বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে বিশেষ ভূমিকা রাখায় তিনি স্বাধীনতা যুদ্ধ সম্মাননা (মরণোত্তর)পেয়েছিলেন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের