X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিজয় উৎসবে মুখর রাজধানীর পাড়া-মহল্লা

চৌধুরী আকবর হোসেন
১৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৯

রাজাবাজার এলাকা সেজেছে জাতীয় পতাকায় (ছবি: নাসিরুল ইসলাম) বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন মহান বিজয় দিবস। প্রতি বছরের ১৬ ডিসেম্বর উৎসব আর আনন্দ বিরাজ করে সবার মধ্যে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে বীর মুক্তিযোদ্ধাদের কাছে। প্রতি বছরের মতো এবারও রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে বিজয়ের দিনটি।

বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিজয় উৎসবে মুখর হয়ে ওঠে রাজধানীর পাড়া-মহল্লাগুলো। বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগ চলছে বিজয় দিবস উদযাপন। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন, প্রীতিভোজের পাশাপাশি রয়েছে আলোকসজ্জা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন ছাড়াও ছিল বিভিন্ন আয়োজন।

জাতীয় পতাকা দিয়ে সাজানো আবাসিক ভবন (ছবি: নাসিরুল ইসলাম) লালমাটিয়ায় চারুশিল্প সংসদ আয়োজন করেছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী। এখানে মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা শিশু-কিশোরদের চিত্রকর্ম দেখানো হচ্ছে বিকাল ৩টা থেকে। চলবে রাত ৮টা পর্যন্ত।

মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি করা হয়েছে আলোকসজ্জা। এখানকার বাসিন্দা আফজাল হোসেন বাংলা ট্রিবিউনকে বললেন, ‘প্রতি বছর বিজয় দিবসসহ জাতীয় দিনগুলোতে এ সংগঠনের উদ্যোগে থাকে বিভিন্ন আয়োজন। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের শিশু-কিশোররা দেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহ হয়ে ওঠে।’

জাতীয় পতাকা দিয়ে সাজানো আবাসিক ভবন (ছবি: নাসিরুল ইসলাম) শুক্রবার, রাজাবাজার ও মিরপুরের বিভিন্ন এলাকায়ও দেখা গেছে বিজয় দিবসের নানান আয়োজন। মিরপুর ১ নম্বরের টোলারবাগ এলাকা সাজানো হয়েছে জাতীয় পতাকা দিয়ে। বাড়ির ছাদ আর বাসাবাড়ির বারান্দায় ওড়ানো হচ্ছে জাতীয় পতাকা। মাইকে বাজানো হচ্ছে মুক্তিযুদ্ধের গান, জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। পুরো এলাকায় বিজয় উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এলাকাবাসীরা নানান আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেন। শিশু-কিশোররাও এ বিষয়ে আগ্রহী।’

শুক্রবাদে জাতীয় পতাকা দিয়ে সজ্জা (ছবি: নাসিরুল ইসলাম) মোহাম্মদপুরে বিহারি ক্যাম্পেও চোখে পড়লো বিজয় দিবসের আমেজ। বিহারি ক্যাম্পের প্রবেশ পথেই উড়ছে লাল-সবুজ জাতীয় পতাকা। ক্যাম্পের বিভিন্ন স্থানে দেখা গেছে, কাগজের তৈরি ছোট ছোট পতাকা শোভা পাচ্ছে। বিহারি ক্যাম্পের বাসিন্দা নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশেই আমাদের জন্ম। এ দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি আমরা। এ প্রজন্মের কেউ এখন আর পাকিস্তানে ফিরে যেতে চায় না। বাংলাদেশই আমাদের দেশ। এখানকার সব আয়োজনে আমরাও অংশগ্রহণ করি।’

এদিকে শনিবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতেই ভোর ৬টা ৩৫ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদেরকে গার্ড অব অনার দেয় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল। শ্রদ্ধাজ্ঞাপনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এরপর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সাধারণ মানুষও।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
খাদে পড়া গাড়ি উদ্ধারের সময় বাসচাপায় প্রাণ গেলো ২ জনের
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫