X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অভিবাসী শ্রমিকদের জন্য ইমিগ্রেশন সহজ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১১:৫৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১২:৫৯

অভিবাসী দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিবাসী শ্রমিকদের জন্য ইমিগ্রেশন সহজ করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া তারা যেন প্রতারণার শিকার না হন সেদিকে নজরদারি বাড়ানো হবে বলেও জানিয়েছেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘অভিবাসনের নামে যেন মানব পাচার না হয় সেদিকে নজর দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কাজ করতে হবে।’

বৈধপথে অভিবাসন নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই না নিয়মের বাইরে গিয়ে কেউ সমস্যার সম্মুখীন হোক।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দেওয়ার আগে দক্ষিণ কোরিয়ায় থাকা  অভিবাসী শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলা হয়। দক্ষিণ কোরিয়ার শ্রমিকরা বলেন, তারা ভালো আছেন এবং সেখানে  আরও শ্রমিক পাঠানোর সুযোগ আছে।

এসময় জুয়েল নামের একজন বলেন, ‘কোনও শ্রমিক মারা গেলে তার লাশ দেশে পাঠাতে যাতে সমস্যা না হয় সেই ব্যবস্থা করতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, ‘কোনও প্রতারণা শিকার যাতে না হতে হয় সেজন্য ইমিগ্রেশনে নজরদারি থাকবেই। তবে বৈধ কর্মসংস্থান নিয়ে যারা যাবেন তাদের ক্ষেত্রে যেন সহজে কাজটি সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।’

হুন্ডির মাধ্যমে টাকা না পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে আপনারা  দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।’

 

/ইউআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়