X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রতিবন্ধী হওয়ায় শিশুটি রাখলো না ছোটমনি নিবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১৩:০৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯

উদ্ধার হওয়া প্রতিবন্ধী শিশুটি রাজধানীর হাতিরঝিল থেকে উদ্ধার করা দেড় বছরের শিশুটি  প্রতিবন্ধী হওয়ায় তাকে রাখতে অস্বীকার করছে আজিমপুরের ছোটমনি নিবাস। তাই হাসপাতালে চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতেই রাখা হয়েছে।

শনিবার রাত ২টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন হাতিরঝিলের মহানগর ব্রিজের পাশের ফুটপাত থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘উদ্ধারের পর মেয়ে শিশুটিকে আমরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। শিশুটি প্রতিবন্ধী। তার স্বাস্থ্যের অবস্থা দেখে মনে হচ্ছে গরিব পরিবারের সন্তান। শিশুটিকে রাতে কেউ হাতিরঝিলে রেখে গেছে।’

ওসি জানান, শিশুটিকে উদ্ধারের পর চিকিৎসা করাই। এরপর আমরা সমাজ সেবা অধিদফতরের সঙ্গে যোগাযোগ করি। সমাজ সেবা অধিদফতরে ঢাকা জেলার উপ-পরিচালক খান আবুল বাশারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিশুটিকে আজিমপুরের ছোটমনি নিবাস নামে সরকারি একটি শিশুনিবাসে নিয়ে যেতে বলেন। এরপর এসআই আলমগীর হোসেন তাকে সেখানে যায়। কিন্তু সেখানের তত্ত্বাবধায়ক তাকে রাখেনি।

এসআই আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি তাকে আজিমপুরে নেওয়ার পর শিশু নিবাসের তত্ত্বাবধায়ক জুবলী বেগম রানু তাকে দেখে রাখতে চাননি। অনেক অনুরোধের পরও তিনি রাখেননি। এরপর আমি আবার তাকে নিয়ে আসি। শিশুটি এখান থানায় রয়েছে।’

ওসি বলেন, মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরের সরাসরি নির্দেশনা আছে এসব শিশু সমাজ সেবা অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে। কিন্তু তারা রাখেনি। এখন স্থানীয় এক এনজিও কর্মীর কাছে শিশুটিকে দেওয়া হচ্ছে।

ঢাকা জেলা সমাজসেবা অধিদফতরের  উপ-পরিচালক খান আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমাদের নিবাসগুলোয় প্রতিবন্ধী শিশু রাখার মতো ব্যবস্থা নেই। তারপরও আমি শিশুটিকে রাখতে বলেছিলাম। কিন্তু পুলিশ শিশুটিকে নিয়ে যাওয়ার পরও তাকে ছোটনিবাসের দায়িত্বরতরা রাখেননি।  এই শিশুটির কী ব্যবস্থা হবে, তা আমি ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলে জানাতে পারবো। এই মুহূর্তে আর কিছু করার নাই।'
তিনি বলেন, মিরপুর ১৪-তে প্রতিবন্ধী ফাউন্ডেশনেও শিশুটিকে রাখা যায় কিনা তা আলোচনা করে দেখতে হবে।

 

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীপুত্র ইলহাম!
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়